একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। নিজের বাবা-মাকে গুলি করে খুন করল যুবক। শুধু তাই নয়, দুই ভাই-বোনকেও হত্যা করল ওই যুবক। আর হত্যার কারণ শুনে হতবাক পুলিশ থেকে শুরু করে সকলেই। যুবকের দাবি, তাকে মেরে তার মাংস খাওয়ার পরিকল্পনা করছিল তার বাবা-মা এবং ভাই-বোন। নিজেকে বাঁচাতেই সে পরিবারের সকল সদস্যকে খুন করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে।অভিযুক্ত যুবকের নাম সিজার ওলান্দে (১৮)। ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
একটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। ওই যুবক তার পরিবারের সদস্যদের খুনের হুমকির বিষয়টি জানতে পেরে পরিবারের প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সেখানে পৌঁছয়। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে যায়। পুলিশ দেখতে পায়, বন্দুক হাতে নিয়ে বসে রয়েছে ওই যুবক। এরপর সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে উদ্যত হয়। কিন্তু, পুলিশ তাকে আত্মসমর্পণ করাতে রাজি করে। জানা গিয়েছে, পরিবারের সদস্যদের খুন করার পর বাথরুমে টেনে নিয়ে গিয়েছিল ওই যুবক। ঘটস্থলে রক্তের দাগ এবং গুলি চালানোর চিহ্ন রয়েছে। তার বাবা ও মায়ের নাম হল রুবেন ওলান্দে এবং আইডা গার্সিয়া, বড় বোনের নাম লিসবেট ওলান্দে এবং ছোট ভাই অলিভার ওলান্দে।
ন্যাশ পুলিশ অফিসার ক্রেগ বাস্টার জানান, ঘটনার দিন ওই বাড়ির পরিচারক কাজে এসেছিলেন। বাড়ির ভিতরে ঢোকার পর তিনি দেখতে পান ওই যুবক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাতে উদ্যত হয়। পুলিশ জানতে পারে, ওই যুবকের ধারণা ছিল তার পরিবার তাকে মেরে তার মাংস খেতে চেয়েছিল। সেই আশঙ্কা থেকেই সে পরিবারের সদস্যদের হত্যা করেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ওলান্দে পরিবার এলাকায় সুখি পরিবার হিসেবে পরিচিত ছিল বলে জানিয়েছেন রর্বাট ওয়ার্ড নামে এক প্রতিবেশি। তা সত্ত্বেও কীকরে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওই প্রতিবেশী। সেই সঙ্গে অভিযুক্ত যুবকের কড়া শাস্তি দাবি করেছেন রবার্ট। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সেই সঙ্গে শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে খুনের পিছনে অভিযুক্তের দাবিও খতিয়ে দেখা হচ্ছে বলে টেক্সাস পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup