দিনের আলোতে ফাঁকা ট্রেনে এক গর্ভবতী মহিলাকে ধর্ষণের চেষ্টা। আর তাতে বাধা দেওয়ায় ওই মহিলাকে চলন্ত ট্রেন থেকেই ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। এই ঘটনায় মহিলা হাত, পা এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। একইসঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এমন ঘটনায় দিনের আলোতেও ফাঁকা টেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন: মুম্বইয়ে ফাঁকা ট্রেনে মহিলাকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ দেখে কুলিকে ধরল পুলিশ
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১০টার দিকে। ৩৬ বছর বয়সি ওই মহিলা কোয়েম্বাটুর-তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে করে তিরুপুর থেকে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে একা যাচ্ছিলেন। সকাল ৬ টা ৪০ মিনিট নাগাদ মহিলা অসংরক্ষিত টিকিট কেটে ট্রেনে ওঠেন এবং মহিলা কামরায় উঠেছিলেন। পুলিশ জানিয়েছে, সেই সময় কমপক্ষে সাতজন মহিলা ওই কামরায় উপস্থিত ছিলেন। ট্রেনটি যখন ১০ টা ১৫ মিনিট নাগাদ জোলারপেট্টাই রেলওয়ে স্টেশনে পৌঁছয়, তখন বাকি সব মহিলা ওই কামরা থেকে নেমে যান। শুধু নির্যাতিতা মহিলা সেখানে ছিলেন। ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার সময় ওই কামরায় উঠে পড়ে অভিযুক্ত যুবক হেমরাজ। ট্রেনটি চলতে শুরু করার কিছুক্ষণ পর মহিলাকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে হেমরাজ। তখন মহিলা তাকে লাথি মেরে বাধা দেন। সেই সময় অভিযুক্ত যুবক তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।এই ঘটনায় মহিলা হাত, পা এবং মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ভেলোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা মায়ের বাড়িতে যাচ্ছিলেন। মহিলার বয়ানের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে এবং অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত একজন দুষ্কৃতী। তার বিরুদ্ধে খুন, ডাকাতির মতো একাধিক অপরাধ রয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই মাঝবয়সি এক মহিলাকে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ওই মহিলা তাঁর ছেলেকে নিয়ে একটি দূরপাল্লার একটি ট্রেনে করে বান্দ্রা স্টেশনে পৌঁছন। সেই সময় প্ল্যাটফর্মের অন্যদিকে আরও একটি ট্রেন দাঁড়িয়েছিল। সেই ট্রেনটি ফাঁকা ছিল। তখন মহিলা ফাঁকা ট্রেনে ওঠেন। তবে সেই সময় ট্রেনে মহিলা এবং একজন কুলি ছাড়া অন্য কোনও যাত্রী ছিলেন না। অভিযোগ সেই সুযোগেই কুলি তাকে ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায়।