মজার ছলে এক যুবক ইমার্জেন্সি ট্রিপ সিস্টেমের (ইটিএস) বোতাম টেপার ফলে ব্যাহত হল বেঙ্গালুরুর নাম্মা মেট্রো পরিষেবা। ঘটনাটি বেঙ্গালুরুর এমজি রোড মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটেছে। যার ফলে প্রায় ১০ মিনিট ধরে বন্ধ থাকে মেট্রো। তাতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে ৫ হাজার টাকা জরিমানা করেছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফের মেট্রোর কাজে বিপত্তি, সেন্ট্রাল স্টেশনে ঢুকে বিক্ষোভ বউবাজারের বাসিন্দাদের
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। ২১ বছর বয়সি অভিযুক্ত যুবকের নাম হেমন্ত কুমার। তিনি বিবেক নগরের বাসিন্দা। সিসিটিভি ফুটেজ দেখে মেট্রোকর্মীরা প্রথমে যুবককে চিহ্নিত করে। এরপর কুপন পার্ক স্টেশন থেকে বের হওয়ার সময় মেট্রোকর্মীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই ঘটনার কথা স্বীকার করে নেন ওই যুবক।
তবে তিনি জানান, মজার ছলেই এমনটা করেছিলেন। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের একজন আধিকারিক জানিয়েছেন, বৈধ কারণ ছাড়াই ইটিএস ব্যবহার করেন ওই যুবক। সেই কারণে যুবককে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে যুবক জানান, তার কাছে টাকা নেই। তখন তাকে আটকে রেখে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরে তার পরিবারের লোকজন এসে জরিমানার টাকা মিটিয়ে দিয়ে তাকে বাড়ি নিয়ে যায়।
প্রসঙ্গত, ইটিএস হল মেট্রোর নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। কোনওরকমের আপৎকালীন পরিস্থিতিতে মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এই ব্যবস্থা। মূলত যখন রক্ষণাবেক্ষণের কাজ হয় বা কোনও বিপদ হয়, তখন এটি ব্যবহার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, ইটিএসের বোতাম চাপার ফলে যাত্রীদের প্রায় ১০ মিনিট ধরে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয়। কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন প্রায় ৮ লক্ষ যাত্রী বহন করে মেট্রো। তবে এদিন পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
আধিকারিকরা জানিয়েছেন,ইটিএস জরুরি পরিস্থিতিতে এবং রক্ষণাবেক্ষণের জন্য থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে ব্যবহৃত হয়। কেউ আত্মহত্যার চেষ্টা করলে, কেউ পড়ে গেলে বা কোনও জিনিসপত্র ট্র্যাকে পড়ে গেলে উদ্ধারের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। গত মাসে, চার বছর বয়সি এক শিশু খেলতে খেলতে দুর্ঘটনাক্রমে বাইপানহাল্লিতে লাইনে পড়ে গিয়েছিল। সেই সময় ইটিএস ব্যবহার করা হয়েছিল।