সাম্প্রতিক সময়ে ভারতে একের পর এক ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই আবহে শুধুমাত্র ভিউ পাওয়ার লক্ষ্যে রেললাইনে কখনও পাথর, কখনও সাইকেলে আবার কখনও গ্যাস সিলিন্ডারে দিনের পর দিন রিল বানাচ্ছিল এক ইউটিউবার। তাতে স্বাভাবিকভাবেই যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত বড়সড় ট্রেন দুর্ঘটনা। সেই অভিযোগ পাওয়ার পরেই ওই ইউটিউবারকে গ্রেফতার করল আরপিএফ। ধৃত ইউটিউবারের নাম গুলজার শেখ। তার ইউটিউব চ্যানেলের নাম হল ‘গুলজার ইন্ডিয়ান হ্যাকার।’ বৃহস্পতিবার আরপিএফ তাকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় কাটা পড়ল ২ বছরের শিশু, মৃতের মাথা মিলল ভিনরাজ্যে!
জানা গিয়েছে, ওই যুবক উত্তরপ্রদেশের সোরাওঁয়ের খান্দারাউলি গ্রামের বাসিন্দা। সম্প্রতি তার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিয়োগুলি উত্তর রেলওয়ের নজরে আসে। এরপর যুবকের ঠিকানা খুঁজে বের করে তাকে গ্রেফতার করে আরপিএফ। রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। আরপিএফ এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল ওই গ্রামে হানা দিয়ে যুবককে গ্রেফতার করে। তদন্তকারীরা জানতে পারেন তার চ্যানেলে ২৫০ টিরও বেশি ভিডিয়ো রয়েছে। সব ভিডিয়ো রেল লাইনে কোনও না কোনও কিছু রাখার। যদিও পরে আপত্তিকর ভিডিয়োগুলি তার চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া হয়। ওই যুবকের ইউটিউব চ্যানেলে ২ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, ওই যুবক রেলওয়ে ট্র্যাকের উপর একটি সাইকেল রেখে একটি ট্রেনের জন্য অপেক্ষা করছে। এছাড়াও রেল লাইনের উপর বিপজ্জনক বস্তু যেমন গ্যাস সিলিন্ডার, সাবান, পাথর এবং অন্যান্য জিনিসপত্রও রাখতে দেখা যায় ওই যুবককে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে গুলজার শেখের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ের নিরাপত্তার গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরা হয়েছে। একইসঙ্গে রেলের তরফে বার্তা দেওয়া হয়েছে কেউ এরকম কাজ করলে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। এই অপরাধের ক্ষেত্রে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব রকমের পদক্ষেপ করবে রেল। এছাড়াও কেউ এই ধরনের কোনও কর্মকাণ্ডে জড়িত থাকলে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৩৯ এর মাধ্যমে জানানোর অনুরোধ করেছে আরপিএফ।