বাংলা নিউজ > ঘরে বাইরে > 'জিরো অ্যাওয়ার্ড' নিয়ে স্কুলে ছাত্রকে 'অপমান' শিক্ষকের, তুমুল ক্ষুব্ধ মা

'জিরো অ্যাওয়ার্ড' নিয়ে স্কুলে ছাত্রকে 'অপমান' শিক্ষকের, তুমুল ক্ষুব্ধ মা

সেই ‘জিরো অ্যাওয়ার্ড’। (ছবি সৌজন্যে টুইটার)

সেই 'জিরো অ্যাওয়ার্ডে' লেখা ছিল, 'আমি হওয়াটা অসম্ভব। কেউ চেষ্টাও করতে এস না। কেউ কখনও এটার সমাধানসূত্র পাবে না।' ওই ছাত্র বলেছে, 'আমার খুব মন খারাপ লাগছে এবং তাঁকে এটা ফেরত দিতে চাই।'

ক্লাসে এক পড়ুয়াকে 'জিরো অ্যাওয়ার্ড' দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন ১৪ বছরের ছাত্রের মা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাটি আমেরিকার মিসিসিপির।

একাধিক রিপোর্ট অনুযায়ী, মিসিসিপির লেক কাউন্টির এক মহিলা জানিয়েছেন, স্কুল থেকে ছেলে নিয়ে আসার সময়ই বুঝতে পেরেছিলেন যে অস্বাভাবিক কিছু একটা হয়েছে। ছেলেকে স্বাভাবিক লাগছিল না। মিসিসিপি টিভি নেটওয়ার্ক ওয়াপ্টে মহিলা জানান যে ছেলেকে দেখে রীতিমতো লজ্জিত মনে হচ্ছিল। 

আরও পড়ুন: Viral News: বিনা গার্ডেই ছুটল কামাখ্যা এক্সপ্রেস, স্কুটিতে ৯কিমি তাড়া করে ট্রেন ধরলেন গার্ড

কী 'অ্যাওয়ার্ড' দেওয়া হয়েছিল? একাধিক প্রতিবেদন অনুযায়ী, সেই 'জিরো অ্যাওয়ার্ডে' লেখা ছিল, 'আমি হওয়াটা অসম্ভব। কেউ চেষ্টাও করতে এস না। কেউ কখনও এটার সমাধানসূত্র পাবে না।' ওই ছাত্র বলেছে, 'আমার খুব মন খারাপ লাগছে এবং তাঁকে এটা ফেরত দিতে চাই।'

সেই 'অ্যাওয়ার্ড' নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করে ওই মহিলা জানান, ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। কেন সেই 'অ্যাওয়ার্ড' দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মহিলা। তিনি বলেন, 'আমার মতে, এই অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টা জঘন্য। এরকম যাতে কখনও না হয়, তা নিশ্চিত করার জন্য যা করার দরকার, সেটা আমি করব। এটা শুধু আমার ছেলে বলে নয়, এটা সকলের জন্য।'

আরও পড়ুন: Woman marrying herself: নিজেকেই বিয়ে করছেন তরুণী! ছাপা হল বিয়ের কার্ড, বললেন ‘প্রথা ভাঙার বিষয় এটা’

সেই ঘটনার পরও নিজের স্কুলেই ফিরে যেতে চাইছে ওই পড়ুয়া। তবে তার মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছেলেকে অন্য স্কুলে ভরতির পরিকল্পনা করছেন। আপাতত অবশ্য নয়া স্কুলে ভরতি করেননি তিনি।

বন্ধ করুন