বারো লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে এক পয়সাও 'ইনকাম ট্যাক্স' দিতে হবে না। যাঁরা বেতনভোগী, তাঁদের ক্ষেত্রে সেই সীমাটা আরও বেশি। নয়া নিয়ম অনুযায়ী, বেতনভোগীদের ১২.৭৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে 'ইনকাম ট্যাক্স' লাগবে না। কারণ বেতনভোগীরা ৭৫,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পেয়ে থাকেন। আর সেটার কারণেই ১২.৭৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে বেতনভোগীদের কোনও আয়কর দিতে হবে না। ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছিল। এবার যদিও সেরকম কিছু করা হয়নি।
নতুন আয়কর কাঠামো কেমন হল?
এবার আসলে নতুন আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছে। আর তাতে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। আগে আয়কর কর কাঠামোয় (২০২৪ সালের বাজেটে ঘোষণা করা) ছ'টি ধাপ ছিল। সেটা বাড়িয়ে সাতটি করা হয়েছে। আর স্ল্যাবের বিষয়টি পুরোপুরি পালটে দেওয়া হয়েছে। বিভিন্ন আয়ের স্ল্যাবের ক্ষেত্রে পাঁচ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ, ২০ শতাংশ, ২৫ শতাংশ এবং ৩০ শতাংশ হারে আয়কর গুনতে হবে। আগে ২৫ শতাংশের বিষয়টা ছিল।
১) ৪ লাখ টাকা পর্যন্ত: শূন্য।
২) ৪ লাখ থেকে ৮ লাখ: ৫ শতাংশ।
৩) ৮ লাখ থেকে ১২ লাখ: ১০ শতাংশ।
৪) ১২ লাখ থেকে ১৬ লাখ: ১৫ শতাংশ।
৫) ১৬ লাখ থেকে ২০ লাখ: ২০ শতাংশ।
৬) ২০ লাখ থেকে ২৪ লাখ: ২৫ শতাংশ।
৭) ২৪ লাখ টাকার বেশি: ৩০ শতাংশ।
নয়া আয়কর কাঠামোয় কার কত টাকা আয়কর বাঁচবে (বেতনভোগী নন এমন)?
১) যাঁর আয় ১২ লাখ টাকা, তাঁর ৮০,০০০ টাকা আয়কর বাঁচবে।
২) যাঁর আয় ১৬ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৫০,০০০ টাকা।
৩) যে করদাতার আয় ১৮ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৭০,০০০ টাকা।
৪) যাঁর আয় ২০ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ৯০,০০০ টাকা।
৫) যে করদাতার আয় ২৫ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ১,১০,০০০ টাকা।
পুরনো আয়কর কাঠামো
১) ২.৫ লাখ টাকা পর্যন্ত: শূন্য।
২) ২,৫০,০০১ টাকা থেকে ৫ লাখ টাকা: ৫ শতাংশ।
৩) ৫,০০,০০১ টাকা থেকে ১০ লাখ টাকা: ২০ শতাংশ।
৪) ১০ লাখ টাকার বেশি: ৩০ শতাংশ।