বাংলা নিউজ > ঘরে বাইরে > Nirmala Sitharaman on Economy: মন্দার আশঙ্কা নেই, দাবি নির্মলার, মোদী ফোবিয়ায় মূল্যবৃদ্ধি নিয়ে হইচই, দাবি BJP-র

Nirmala Sitharaman on Economy: মন্দার আশঙ্কা নেই, দাবি নির্মলার, মোদী ফোবিয়ায় মূল্যবৃদ্ধি নিয়ে হইচই, দাবি BJP-র

লোকসভায় নির্মলা সীতারামন। (ছবি সৌজন্যে পিটিআই)

নির্মলা সীতারামন দাবি করেন, করোনাভাইরাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই বিশ্বের মধ্যে ভারতের অর্থনীতি অন্যতম দ্রুতগতিতে বাড়ছে। বিশ্বের তাবড়-তাবড় দেশের তুলনায় ভারতের অবস্থা অনেক ভালো।

ভারতে আর্থিক মন্দার কোনও আশঙ্কা নেই। আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী হয়ে মূল্যবৃদ্ধির গ্রাফ উত্থানেরও কোনও ঝুঁকি নেই ভারতে। লোকসভায় এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও সীতারামনের সেই আশ্বাসে সন্তুষ্ট হয়নি বিরোধী দলগুলি। ওয়াক-আউট করেন বিরোধী সাংসদরা।

সোমবার লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্কে প্রায় দু'ঘণ্টা ভাষণ দেন সীতারামন। বিভিন্ন সংস্থার রিপোর্ট উদ্ধৃত করে সীতারামন দাবি করেন, করোনাভাইরাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও বিশ্বের অন্যতম দ্রুত আর্থিক বৃদ্ধি হওয়া দেশগুলির তালিকায় আছে ভারত। বিশ্বের তাবড়-তাবড় দেশের তুলনায় ভারতের অবস্থা অনেক ভালো বলে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আরও পড়ুন: TMC MP bites raw brinjal: দাম বাড়ছে! লোকসভায় দাঁড়িয়ে কাঁচা বেগুনে কামড় তৃণমূল সাংসদের, দেখুন ভিডিয়ো

সীতারামন বলেন, 'ভারতে আর্থিক মন্দা বা আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী হয়ে মূল্যবৃদ্ধির গ্রাফ উত্থানের কোনও সম্ভাবনা নেই। আমেরিকার মতো খাতায়-কলমে মন্দারও সম্ভাবনা নেই ভারতে।' উল্লেখ্য, সম্প্রতি আর্থিক দিক থেকে চাপের মধ্যে আছে আমেরিকা। কমে গিয়েছে আর্থিক বৃদ্ধির হার। বেসরকারিভাবে আমেরিকায় আর্থিক মন্দা শুরু হয়ে গিয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞদের একাংশ।

সংসদের নিম্নকক্ষে সীতারামন বলেন, 'ব্লুমবার্গের সমীক্ষায় (সেই সমীক্ষায় কী বলা হয়েছে, তা জানতে পড়ুন - চিন ও আমেরিকা পড়তে পারে আর্থিক মন্দার কবলে, সম্ভাবনা নেই ভারতের: সমীক্ষা) দেখানো হয়েছে, ভারতের আর্থিক মন্দা সম্ভাবনা শূন্য। তাই শুধু যে আমি সেটা বলছি, এমন নয়। একাধিক প্রথমসারির দেশে আর্থিক মন্দার ঝুঁকি থাকলেও ভারতে সেই সম্ভাবনা নেই।'

বিজেপির ‘মোদী ফোবিয়া’ তোপ

সোমবার সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হয়। মূল্যবৃদ্ধির জন্য নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানান বিরোধী সাংসদরা। তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষদস্তিদার তো মূল্যবৃদ্ধির জ্বালা বোঝাতে লোকসভায় দাঁড়িয়ে কাঁচা বেগুনে কামড় বসিয়ে দেন। প্রশ্ন করেন, 'সরকার কি চায় যে আমরা কাঁচা আনাজপাতি খাই?' সেইসঙ্গে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সরকারকে আক্রমণ শানান। 

আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ে ভাষণ কাকলির, ২ লাখের ব্যাগ লুকিয়ে দিলেন মহুয়া, অভিযোগ নেটপাড়ার

যদিও পালটা বিজেপি সাংসদরা দাবি করেন, 'মোদী ফোবিয়ার' জন্য মূল্যবৃদ্ধি নিয়ে হইচই করছেন বিরোধী সাংসদরা। কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, 'এখানে বিষয়টা মূল্যবৃদ্ধি (নিয়ে আলোচনা নয়)। বরং ছেলেকে তুলে ধরার চেষ্টা।' সঙ্গে তিনি বলেন, 'মোদীর নাম শুনলেই ওদের অ্যালার্জি হয়। মোদী ফোবিয়া কাটিয়ে উঠুন। দেশ বদলাচ্ছে।'

বন্ধ করুন