বাংলা নিউজ > ঘরে বাইরে > Zomato-Uber: জোমাটোয় ৭.৮ শতাংশ শেয়ার বিক্রি করল উবার, মিলল ৩০৮৮ কোটি টাকা

Zomato-Uber: জোমাটোয় ৭.৮ শতাংশ শেয়ার বিক্রি করল উবার, মিলল ৩০৮৮ কোটি টাকা

ছবি সূত্র : রয়টার্স (Reuters)

Uber Sells Stake in Zomato: জোমাটোয় উবার তার ৭.৮% স্টেক বিক্রি করেছে। দুটি বড় সংস্থা এই শেয়ার কিনেছে মোট ৩০৮৮ কোটি টাকায়।

জোমাটোয় উবার তার ৭.৮% স্টেক বিক্রি করে দিল। প্রায় ৩৭৩ মিলিয়ন মার্কিন ডলারের ব্লক লেনদেনের মাধ্যমে এটি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।মোট ৬১.২ কোটি শেয়ার বেচে দিচ্ছে উবার।

সম্প্রতি ব্রেক ইভেনের রিপোর্ট, নয়া পরিচালনা কাঠামো ইত্যাদির ঘোষণার পরে জোমাটোর সময় একটু ভাল হয়েছিল। বেশ কিছুটা চাঙ্গা হয়েছিল শেয়ার দর। তবে উবারের বিষয়টি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফের হাঁড়ির হাল হয় ফুড ডেলিভারি সংস্থার শেয়ারের। দিনের মাঝামাঝি সময় প্রায় ৭ শতাংশ পড়েছিল শেয়ারের দাম। দিনের শেষে যদিও শেয়ার পড়েছে  মাত্র ০.৭ শতাংশ। 

জানা গিয়েছে ৫০.৪৪ টাকার দরে এই বিপুল সংখ্যক শেয়ার এদিন বিক্রি করা হয়েছে। এর ফলে উবার পেয়েছে ৩০৮৭.৯৩ কোটি টাকা।  Fidelity Investment Trust Fidelity Series Emerging Markets Fund এবং ICICI Prudential Life Insurance Company Ltd কিনেছে যথাক্রমে ৫৪৪৩৮৭৪৪ ও ৪৫০০০০০০ শেয়ার জোমাটোর। আগামী দিনে সংস্থার শেয়ারের দাম কোথায় যায়, সেদিকে নজর থাকবে সবার। 

বন্ধ করুন