ডেলিভারি পার্টনারদের ব্যবসার 'হৃদয় ও আত্মা' বলে অভিহিত করেছেন জোমাটো সিইও। ব্লগ পোস্টে Zomato জানিয়েছে যেখানে তাদের ডেলিভারি পরিষেবা সবচেয়ে বেশি, সেখানেই আরও বেশি করে এই ধরনের বিশ্রামের স্থান গড়ে তুলবে সংস্থা।
1/5‘দ্য শেল্টার প্রজেক্ট’ চালু করলেন Zomato CEO দীপিন্দর গোয়েল। ডেলিভারি পার্টনারদের জন্য নতুন ‘রেস্ট পয়েন্টস’ চালু করলেন তিনি। ডেলিভারি এজেন্টদের 'বিশ্রামে'র জন্য নতুন সুবিধা আনছে জোমাটো। গুরগাঁও- এর সদর দফতরে ইতিমধ্যেই দু'টি রেস্টিং পয়েন্ট করেছে সংস্থা। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5ট্র্যাফিকের চাপ এবং খারাপ আবহাওয়ার কারণে দেশজুড়ে ডেলিভারি এক্সিকিউটিভরা কঠোর শারীরিক পরিশ্রমের সম্মুখীন হন। জোমাটো জানিয়েছে, তাঁদের 'শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে'র উন্নতি করতেই এই উদ্যোগ। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5এই বিশ্রাম পয়েন্টে উচ্চ-গতির ইন্টারনেট, প্রাথমিক চিকিৎসা, ফোন চার্জিংয়ের সুবিধা, ওয়াশরুম এবং পানীয় জলের সুবিধা পাবেন ডেলিভারি এজেন্টরা। পোস্ট করা ছবিতে সুইগি কর্মীদেরও বসে থাকতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: টুইটার (Twitter)
4/5ডেলিভারি পার্টনারদের ব্যবসার 'হৃদয় ও আত্মা' বলে অভিহিত করেছেন তিনি। ব্লগ পোস্টে Zomato জানিয়েছে যেখানে তাদের ডেলিভারি পরিষেবা সবচেয়ে বেশি, সেখানেই আরও বেশি করে এই ধরনের বিশ্রামের স্থান গড়ে তুলবে সংস্থা। ফাইল ছবি : মিন্ট (Twitter)
5/5এক টুইটে জোমাটো CEO রেস্ট পয়েন্টের একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে Zomato এবং Swiggy-এর ডেলিভারি এজেন্টরা বিশ্রাম নিচ্ছেন, খাচ্ছেন এবং মোবাইল ফোন চার্জ করছেন। ফাইল ছবি : মিন্ট (Twitter)