ফুলের পিছনে মুখ লুকোচ্ছেন আলিয়া, আবার কখনও পোজ দিয়ে ছবি তুলছেন তিনি। অভিনেতা অর্জুন কাপুর ছবিতে কমেন্ট করেন, ‘ইন দ্য বাগ (Baug)’।
1/6বাড়ির বাগানে দাঁড়িয়ে সেলফি সেশন সারলেন অভিনেত্রী আলিয়া ভাট। কখনও ফুল আবার কখনও পাতার পিছনে মুখ লুকিয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে তাঁকে। (Instagram/@aliaabhatt)
2/6মিষ্টি হাসি, গালে টোল.. আলিয়ার নতুন ফটোশ্যুটের ছবিতে চোখ ধাঁধিয়েছে নেটিজেনের। (Instagram/@aliaabhatt)
3/6একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সূর্য এবং ফুলের সঙ্গে খানিকটা সময়’। (Instagram/@aliaabhatt)
4/6অভিনেত্রী ছবি পোস্ট করতেই লাইন এবং কমেন্টের বন্যা। নেটিজেন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ছবি দেখে। (Instagram/@aliaabhatt)
5/6অভিনেতা অর্জুন কাপুর ছবিতে কমেন্ট করেন, ‘ইন দ্য বাগ (Baug)’। যার বাংলা তর্জমা করলে হয়, ‘বাগানের মধ্যে’। ‘Baug’ তুর্কী শব্দ। যার বাংলা অর্থ ‘বাগান’। (Instagram/@aliaabhatt)
6/6দিন কয়েক আগে কেনিয়ায় বেড়াতে গিয়ে নো-মেকআপ লুকে ছবি পোস্ট করেছিলেন আলিয়া। (Instagram/@aliaabhatt)