রেট্রো বিকিনি লুকে নজর কাড়লেন দিশা পাটানি। একদম অন্য রূপে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়।
1/5রেট্রো লুকে ধরা দিলেন দিশা পাটানি। সম্প্রতি ইনস্টাগ্রামে দিশা পাটানির ৫০ মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছে। আর তার ঠিক পর পরই একেবারে নতুন একটি লুকে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম (Instagram )
2/5একেবারে রেট্রো লুকের চিকচিকে ব্রালেট পরেছেন দিশা। ব্রালেটে মুক্ত ও মেটালের ছোট ছোট ডিটেইলস রয়েছে। কাপড়ের মেটিরিয়াল ও ডিটেইলস মিলিয়ে বেশ একটা রেট্রো ব্যাপার রয়েছে ছবিটায়। ছবি: ইনস্টাগ্রাম (Instagram )
3/5আর সেই সঙ্গে অবশ্যই মেকআপটা লক্ষ্যণীয়। মেক আপটাই দিশার লুকটা কমপ্লিট করেছে। ছবি: ইনস্টাগ্রাম (Instagram )
4/5ওয়েভি, কার্লি চুলের কারণে এই লুকটায় আরও রেট্রো ভাইব এসেছে। ছবি: ইনস্টাগ্রাম (Instagram )
5/5সেই সঙ্গে ভ্রু-এর শেপেও বদল আনা হয়েছে। আশির দশকের মতো করে সরু ভ্রু করা হয়েছে। বর্তমানে রেট্রো ফ্যাশান ‘ইন’। তাই চাইলে দিশা পাটানির এই মেকআপ ও হেয়ার লুক ট্রাই করতে পারেন। ছবি: ইনস্টাগ্রাম (Instagram )