Updated: 29 Mar 2022, 06:32 PM IST
লেখক Priyanka Bose
সম্প্রতি দুবাইতে রয়েছেন মৌনি। সেখান থেকেই কালাফুল সরু স্ট্র্যাপের পোশাকে নেটমাধ্যমে গ্রীষ্মেরা ফ্য়াশন গোল দিচ্ছেন নায়িকা। শেয়ার করেছেন একাধিক ছবি।
1/10শীঘ্রই অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র' ছবিতে অভিনয় করতে দেখা যাবে মৌনি রায়কে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর-আলিয়া। মাস দুয়েক আগেই দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ার সঙ্গে সাত পাক ঘুরেছেন মৌনি। এখন অভিনেত্রী বেশিরভাগ সময় কাটছে দুবাইয়ের বাড়িতে। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন অভিনেত্রী। (Instagram/@imouniroy)
2/10দুবাই থেকে নেটমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেছেন মৌনি। অভিনেত্রী কালারফুল সরু স্ট্র্যাপের পোশাকে বোল্ড লুকে ধরা দিয়েছেন। (Instagram/@imouniroy)
3/10অভিনেত্রীন ছবি শেয়ার করতেই হু হু করে ভাইরাল। (Instagram/@imouniroy)