উন্মুক্ত নাভি, লাল লেহেঙ্গার ফাঁকে বেরিয়ে ফিনফিনে কোমর; নোরা নেশায় বুঁদ নেটিজেন Updated: 15 Nov 2021, 06:14 PM IST লেখক Priyanka Bose লাল লেহেঙ্গায় নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নোরা ফতেহি। 1/9ভারতীয় পোশাকে বরাবরই প্রশংসা কুড়িয়েছেন নোরা ফতেহি। অভিনেত্রী-নৃত্যশিল্পী সদ্য লাল লেহেঙ্গায় একটি ফটোশ্যুট সেরেছেন। (Instagram/@norafatehi) 2/9ফ্য়াশন ডিজাইনার মনীষা জয়সিং-এর লাল লেহেঙ্গায় চোখ ধাঁধানো লুকে ধরা দিয়েছেন নোরা। (Instagram/@norafatehi) 3/9রূপা ভোহরার ডিজাইন করা গয়নায় লাস্যময়ী লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। (Instagram/@norafatehi) 4/9ইনস্টাগ্রাম পোস্টে পঞ্জাবী গান ‘পলকে টিকিয়া টিকিয়া’র কয়েকটা লাইন ক্যাপশনে লিখে ছবিগুলি শেয়ার করেছেন নোরা। (Instagram/@norafatehi) 5/9টুকটুকে লাল লেহেঙ্গায় সংবেদনশীল পোজ দিয়েছেন নোরা। (Instagram/@norafatehi) 6/9আবু জানি সন্দীপ খোসলার 'বেদলা' পোশাকে পোজ দিয়ে সম্প্রতি নজর কেড়েছে নোরা। (Instagram/@norafatehi) 7/9নোরার এয়ারপোর্ট ফ্য়াশনও সবসময় নজর কাড়ে। (Instagram/@norafatehi) 8/9যদিও সম্প্রতি ফটোশ্যুটে নোরার টোনড ফিগার এবং ফিনফিনে কোমর সবথেকে বেশি নজর কেড়েছে নেটিজেনের। (Instagram/@norafatehi) 9/9মেদহীন শরীরে নেটমাধ্যমে যেন আগুন ধরাচ্ছেন নায়িকা। (Instagram/@norafatehi)