কোভিড আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে রাজ্যে খুলল স্কুল। পড়ুয়াদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে গেলেও রাজ্যে করোনার চোখ রাঙানি এখনও আছে। এই পরিস্থিতিতে অনেক বিধিনিষেধ মেনে ক্লাস চলল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।
1/7ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে পৌঁছতে হয় পড়ুয়াদের। স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে চিহ্ন এঁকে দেওয়া হয়। (PTI)
2/7নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ৩টে। আর দশম ও দ্বাদশের ক্লাস হবে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। (PTI)
3/7স্কুলে প্রবেশাধিকার ছিল না অভিভাবকদের। পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে। (PTI)
4/7স্কুলে এক বেঞ্চে দুই জনের বেশি পড়ুয়া বসেনি। এদিকে প্রার্থনা হয় ক্লাসরুমেই। তাছাড়া পানীয় জল বা বই ভাগাভাগি করা যায়নি। (PTI)