কিছু সেক্টরে ছাড়পত্র দিতে ৬০ দিনের মতো কম সময় লেগ...
more
কিছু সেক্টরে ছাড়পত্র দিতে ৬০ দিনের মতো কম সময় লেগেছে।
1/5সমস্ত সেক্টরে পরিবেশগত অনুমোদন দেওয়ার গড় সময় ২০১৯ সালে ছিল ১৫০ দিন। সেটা থেকে ২০২১ সালে কমে তা ৯০ দিনে দাঁড়িয়েছে। এমনই দাবি করল কেন্দ্র। ফাইল ছবি : টুইটার (West Bengal Industrial Development Corporation)
2/5কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক বুধবার এক বিবৃতিতে এই উন্নতির কথা জানিয়েছে। কিছু সেক্টরে ছাড়পত্র দিতে ৬০ দিনের মতো কম সময় লেগেছে। ছবি : ইনস্টাগ্রাম (West Bengal Industrial Development Corporation)
3/5২০২১ সালে এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (EIA) বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রক ৭,৭৮৭টি প্রকল্পকে পরিবেশগত ছাড়পত্র দিয়েছে। ছবিটি প্রতীকী (সৌজন্য রয়টার্স) (West Bengal Industrial Development Corporation)
4/5বর্ধমানের পানাগড়ে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের অধিগৃহীত জমিতে কারখানা গড়া হবে। ধানসিঁড়ি গ্রুপকে চলতি বছরের শুরুতেই ৩৮ একর জমি দেওয়া হয়। ছবি : শিল্পোন্নয়ন নিগম (West Bengal Industrial Development Corporation)
5/5পরিবেশ মন্ত্রক পরিবেশগত বিধিগুলি আপগ্রেডের জন্য একটি 'পরিবেশ' পোর্টালটিকে আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে৷ অর্থাত্ এই একটি পোর্টালের মাধ্যমেই আবেদন থেকে স্টেটাস, সবই চেক করা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএফপি) (West Bengal Industrial Development Corporation)