'আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়',সুইসাইড নোটে লিখেছেন কুশল
Updated: 27 Dec 2019, 01:22 PM ISTআত্মহত্যা করেছেন অভিনেতা কুশল পাঞ্জাবি। প্রাথমিক তদন্তে সেই তথ্যই উঠে এসেছে বান্দ্রা পুলিশের হাতে। কুশলের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় কুশলের মৃত্যুর খবর সামনে আনেন অভিনেতা করণবীর বোহরা।
পরবর্তী ফটো গ্যালারি