নতুন অর্থবর্ষের শুরু। আর প্রতিবারের মতোই জারি হচ্ছ...
more
নতুন অর্থবর্ষের শুরু। আর প্রতিবারের মতোই জারি হচ্ছে বেশ কিছু নিয়ম। পিছিয়েছে ডেডলাইনও। জেনে নিন এক নজরে।
1/6ক্রিপ্টো লেনদেনে টিডিএস: আগামী জুলাই থেকে ক্রিপ্টোকারেন্সির লেনদেনের উপর এক শতাংশ টিডিএস লাগু হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Reuters)
2/6Demat এবং ট্রেডিং অ্যাকাউন্টের জন্য KYC: ২০২১ সালের এপ্রিলে জারি করা SEBI সার্কুলার অনুযায়ী, NSDL এবং CDSL-কে ছয়টি KYC ধারা —নাম, ঠিকানা, প্যান, বৈধ মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং আয়ের পরিসীমা নিশ্চিত করতে হবে। বিদ্যমান ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে সেগুলি আপডেট করতে হবে। ফাইল ছবি : পিটিআই (Reuters)
3/6আপডেটেড রিটার্ন ফাইল: আয়করের এই নয়া নীতিতে একটি আপডেটেড রিটার্ন ফাইল করার অনুমতি মেলে। আয়কর রিটার্নে ভুল বা ত্রুটির ক্ষেত্রে এই সুযোগ মেলে। মূল্যায়ন বছরের ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করা যাবে। ফাইল ছবি : পিটিআই (Reuters)
4/6পোস্ট অফিসের নিয়ম: ব্যাঙ্ক অ্যাকাউন্ট/পোস্ট অফিসের সঞ্চয়ের সঙ্গে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প লিঙ্ক করা: ডাক বিভাগ নোটিশ জারি করেছে যে MIS/SCSS/TD অ্যাকাউন্টের সুদ শুধুমাত্র অ্যাকাউন্টধারীর PO সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। আগামী ১ এপ্রিল ২০২২ থেকে এটি কার্যকর হবে। এর জন্য পোস্ট অফিস অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নিজের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। (প্রতীকী ছবি: ইন্ডিয়া পোস্ট) (Reuters)
5/6কোভিড চিকিৎসায় অর্থ গ্রহণকারীদের কর ছাড়: করোনা চিকিত্সার কারণে কোনও ব্যক্তি টাকা গ্রহণ করলে কর ছাড় মিলবে। তার পাশাপাশি কোনও ব্যক্তি কোভিডে গত হলে, তাঁর পরিবারের সদস্য যদি কোনও টাকা পান, তাহলে সেটা করমুক্ত হবে। তবে সেটা ১০ লক্ষ টাকা পর্যন্ত। ফাইল ছবি : পিটিআই (Reuters)
6/6পিএফ অ্যাকাউন্টে নয়া কর নীতি: আগামী ১ এপ্রিল থেকে নতুন কিছু আয়কর আইন কার্যকর করছে কেন্দ্র। নিয়ম অনুসারে, EPF অ্যাকাউন্টে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত অবদানের ক্যাপ লাগু করা হবে। অর্থাত্ এর উপরে কেউ পিএফ অবদান রাখলে সেক্ষেত্রে তাঁকে তার সুদের উপর কর দিতে হবে। ১ এপ্রিল, ২০২২ থেকে, পিএফ অ্যাকাউন্ট দুটি ভাগে ভাগ করা হতে পারে। এর বেশি টাকা রাখলে সুদের আয়ের ওপর কর দিতে হবে। একই সঙ্গে, সরকারি কর্মচারীদের জিপিএফ-এ করমুক্ত অবদানের উর্ধ্বসীমা বার্ষিক ৫ লক্ষ টাকা। ফাইল ছবি : রয়টার্স (Reuters)