কোন দলে, কত টাকায় যোগ দিলেন এবছর আইপিএল নিলামের সবথেকে দামি ১০ ক্রিকেটার, ছবির অ্যালবামে তুলে ধরা হল তালিকা।
1/10আইপিএল ২০২১ নিলামের সবথেকে দামি ক্রিকেটার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
2/10এবার আইপিএল নিলামের সবথেকে দামি ক্রিকেটারদের তালিকায় দু'নম্বরে রয়েছেন কাইল জেমিসন। তাঁকে ১৫ কোটি টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
3/10নিলামে সবথেকে দামি ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে ১৪ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নেয় আরসিবি।
4/10ঝাই রিচার্ডসনকে ১৪ কোটি টাকায় কিনে নেয় পঞ্জাব কিংস। তিনি সবথেকে দামি ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন।
5/10কৃষ্ণাপ্পা গৌতমকে ৯.২৫ কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস। এবছর নিলামের সবথেকে দামি ক্রিকেটারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি।
6/10রাইলি মেরেডিথকে ৮ কোটি টাকায় কেনে পঞ্জাব কিংস। তিনি দামি ক্রিকেটারদের তালিকায় ৬ নম্বরে জায়গা করে নিয়েছেন।
7/10মঈন আলিকে ৭ কোটি টাকায় কিনেছে চেন্নাই সুপার কিংস। তিনি তালিকার সাত নম্বরে রয়েছেন।
8/10শাহরুখ খানকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে পঞ্জাব কিংস। তিনি রয়েছেন তালিকার ৮ নম্বরে।
9/10তালিকার ৯ নম্বরে রয়েছেন টম কারান। তাঁকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।
10/10মুম্বই ইন্ডিয়ান্স ৫ কোটি টাকায় কিনেছে ন্যাথন কুল্টার-নাইলকে। তিনি সবথেকে দামি ক্রিকেটারদের তালিকায় ১০ নম্বরে রয়েছেন।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.