1/5একটানা কূটনৈতিক প্রচেষ্টার পরেও ফিরছে না শান্তি। ৫ দিন ধরে হামলা, পালটা প্রত্যাঘাত জারি ইজরায়েল ও প্যালেস্তাইনের বিদ্রোহীদের মধ্যে। ইজরায়েল এয়ার ফোর্সের এয়ার স্ট্রাইকে বিধ্বস্ত গাজা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5শনিবার মধ্যরাতে মধ্য গাজার আকাশ চিরে উড়ে আসে ইজরায়েলের একাধিক ফাইটার জেট। রকেটে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক বহুতল। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5ইজরায়েল এয়ার ফোর্সের মতে, প্যালেস্তাইনের হামাস জঙ্গিদের ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5প্যালেস্তাইনের তরফে খবর, গাজায় এই রকেট হামলায় ১২৬ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে আছে ৩১ জন শিশু। আহত ৯৫০-এরও বেশি। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5গত সোমবার থেকে ক্রমেই বাড়ছে উত্তাপ। সোমবার জেরুজালেমে বিমান হানার জবাব দিতে ইজরায়েল লক্ষ্য করে ১০০-র বেশি রকেট হানা করে হামাস৷ফাইল ছবি : রয়টার্স (REUTERS)