পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের কর্তাদের দাবি, 'দুয়ারে রেশন'-এর কারণেই কেল্লাফতে। কিন্তু কীভাবে সেটা হল?
1/5রেশন উপভোক্তার মৃত্যু হয়েছে। কিন্তু এখনও বাতিল হয়নি তাঁর রেশন কার্ড। এমনকী তাঁর কার্ড দিয়ে রেশনও তুলছে পরিবার। রাজ্যজুড়ে এহেন ভুয়ো রেশন কার্ডের সংখ্যা নেহাত্ কম নয়। ফাইল ছবি : রয়টার্স (Reuters) (PTI)
2/5এক দেশ এক রেশন কার্ডের কর্মসূচিকে মাথায় রেখেই এই নয়া অ্যাপ আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT Photo) (PTI)
3/5আধিকারিকরা জানিয়েছেন, এখন বায়োমেট্রিক ও আধার-রেশন লিঙ্ক আবশ্যিক। আর সেই কারণেই আগের মতো 'দুই নম্বরি' করা অত সহজ নয়। ছবি : খাদ্য দফতর (PTI)
4/5এর ফলে ভুয়ো রেশন কার্ড ধরাও সহজ হয়ে গিয়েছে। শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই দু’দফায় প্রায় ১ লক্ষ ৬২ হাজার ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5খাদ্য দফতরের এক কর্তা জানালেন, নয়া পন্থা নিতেই অনেক সাশ্রয় হচ্ছে। জেলায় মাসে সওয়া কোটি টাকার রেশনের খরচ বেঁচে গিয়েছে। (ছবিটি প্রতীকী, কে রাজ/হিন্দুস্তান টাইমস) (PTI)