21st July Sahid Dibas Traffic Route: ২১ জুলাইয়ের সমাবেশের জন্য ‘ওয়ান ওয়ে’ করা হল কলকাতার একাধিক রাস্তা, একনজরে তালিকা
Updated: 20 Jul 2022, 01:07 PM IST21st July Sahid Divas Traffic Route: ২ বছর ভার্চুয়াল সভার পর ফের এরবার ধর্মতলার ওয়াই চ্যানেলে প্রকাশ্য জনসমাবেশ হবে ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে। এর জন্য ইতিমধ্যেই জেলা থেকে তৃণমূল নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন কলকাতায়। এই আবহে বৃহস্পতিবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক রাস্তাকে করা হল ওয়ানওয়ে।