বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চার হাত এক হয়েছে। দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহাকে বিয়ে করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। ২ তারিখ কলকাতার একটি হোটেলে রেজিস্ট্রি বিয়ে সারেন দুজন। বিয়ে উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট। ৬৬ বছর বয়সি অরুণ লালের এটা দ্বিতীয় বিয়ে।
1/6অরুণ লাল ও তাঁর স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান ২৮ বছরের। কিন্তু এই ব্যবধান হলেও তাঁদের মধ্যে ভালোবাসার কোনও ব্যবধান নেই। নিজের প্রথম স্ত্রীর থেকে অনুমতি নিয়ে বুলবুলকে বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটের লালজি। এবার অরুণ লালের প্রথম স্ত্রীরও দায়িত্ব নেবেন বুলবুল, এমনটাই জানিয়েছেন।
2/6বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয় নব দম্পতি। যেখানে বুলবুল সাহাকে প্রশ্ন করা হয় মানুষ হিসেবে অরুণ লাল কেমন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব ভালো মানুষ। অরুণলালকে দীর্ঘদিন ধরে চিনি। ওর সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব। সেই বন্ধুত্বে সম্পর্ক এবার পরিণতি পেল। ওর সরলতা আমাকে মুগ্ধ করেছে। অরুণের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে।’
3/6প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর অরুণ লাল ওপেন রিলেশনশিপে ছিলেন বুলবুলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ঘটা করে না জানালেও কোনওদিন লুকিয়ে রাখেননি সম্পর্ককে। এক কমন বন্ধুর মাধ্যমে প্রথমে অরুণ লাল ও বুলবুল সাহার মধ্যে পরিচয় হয়। তারপর থেকে কথাবার্তা চলতে থাকে। সেখান থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। গত মাসে তাঁরা এনগেজমেন্ট সারেন।
4/6অরুণ লাল জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। অবসর নেওয়ার পর তিনি ধারাভাষ্যকর হিসেবে কাজ করেছেন। মোরাদাবাদের ছেলে হলেও তিনি বাংলার হয়ে খেলেছেন। ১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি জাতীয় দলে খেলেছেন।
5/6১৯৮৯ সালে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন অরুণ লাল। তার পর থেকে তিনি ক্রিকেটের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। বিশেষজ্ঞ হিসেবে যাওয়া থেকে কোচিং করানো সবেতেই তিনি ছিলেন।
6/6এবার বিয়ে পর হানিমুন নিয়ে কিছু ভাবছেন না। তাঁর মাথায় এখন রনজি। আপাতত রঞ্জির কোয়ার্টার ফাইনালকে সামনে রাখছেন তিনি। বেঙ্গালুরুতে হবে ম্যাচ। সেখানেই সেরে নেবেন মধুচন্দ্রিমা। তাঁর স্ত্রীও বাংলা দলের সঙ্গে থেকে সমর্থন করতে চান।