২৮ বছর আগে মিস ইউনিভার্সের মুকুট উঠেছিল সুস্মিতার মাথায়। প্রাক্তন বিশ্ব সুন্দরীর সেই মুহূর্তকে উদযাপন করতে বাড়িতে ছোট্ট পার্টির ব্যবস্থা করেছিলেন বড় মেয়ে রেনে, দেখুন পার্টির ছবি-
1/4১৯৯৪ সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে মিস ইউনিভার্সের তাজ জিতেছিলেন সুস্মিতা সেন। ফিলিপাইনের পাশের শহরে আয়োজিত ৪৩তম মিস ইউনিভার্স প্রতিযোগীতায় অংশ নিয়ে সেরার শিরোপা উঠেছিল সুস্মিতার মাথায়। ৭৭ দেশের সুন্দরীদের মধ্যে সেরা নির্বাচিত হন বাঙালি কন্যা। ২১ মে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স খেতাব জেতা, ২৮ বছর পূর্তি হল। (ছবি ইনস্টাগ্রাম)
2/4২৮ বছর আগে প্রথম ভারতীয় হিসাবে মিস ইউনিভার্সের তাজ জিতে বিশ্ব মঞ্চের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছিলেন সুস্মিতা। মায়ের জয়ের উচ্ছ্বাসকে পুনঃ উদযাপন করতে সারপ্রাইজ গেট টুগেদারের ব্যবস্থা করেছিল মেয়ে রেনে সেন। বড় মেয়ে রেনে একটি পার্টি হোস্ট করেছিলেন। সেখানে অতিথিদের তালিকায় প্রাক্তন বিশ্ব সুন্দরীর ছয় মাস বয়সী ভাইঝি জিয়ানা সেন এবং তার প্রাক্তন প্রেমিক রোমান শলও উপস্থিত ছিলেন।
3/4এ দিন কেক, উপহারে, আদরে ভরে গিয়েছিলেন সুস্মিতা। পারিবারিক উদযাপনের টুকরো মুহূর্তগুলি সামাজিক মাধ্যমের পাতায় শেয়ার করেছেন নায়িকা।
4/4সুস্মিতা বন্ধু এবং পরিবারের সদস্যদের গ্রুপ ছবি শেয়ার করেছেন। এতে অভিনেত্রীকে কালো পোশাকে দেখা যাচ্ছে, ভাইবৌ চারু এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে সোফায় বসা নায়িকা। রেনে এবং অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক রোমান শলও ছবির জন্য পোজ দিয়েছেন।