দেশে নারীদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ৩১.২% থেকে কমে সামান্য কমে ২৯.৩% হয়েছে।
1/5ভারতের প্রায় ৩০% নারীই শারীরিক বা যৌন হিংসার শিকার হয়েছেন। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫-এর রিপোর্টে উল্লেখিত সেই তথ্য। প্রতীকী ছবি, হিন্দুস্তান টাইমস (HT Photo)
2/5দেশে নারীদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ৩১.২% থেকে কমে সামান্য কমে ২৯.৩% হয়েছে। প্রতীকী ছবি, হিন্দুস্তান টাইমস (HT Photo)
3/5কেন্দ্রীয় সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, ১৮ থেকে ৪৯ বছর বয়সী ৩০% মহিলাই শারীরিক নির্যাতনের সম্মুখীন হয়েছেন। মোট ৬% তাঁদের জীবদ্দশায় যৌন হিংসার সম্মুখীন হয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া রিপোর্টটি প্রকাশ করেন। প্রতীকী ছবি, হিন্দুস্তান টাইমস (HT Photo)
4/5নারীর বিরুদ্ধে সর্বোচ্চ গার্হস্থ্য হিংসা কর্ণাটকে (৪৮%)। তারপরেই রয়েছে বিহার, তেলেঙ্গানা, মণিপুর এবং তামিলনাড়ু। প্রতীকী ছবি, হিন্দুস্তান টাইমস (HT Photo)
5/5গ্রামীণ এলাকায় মহিলাদের উপর শারীরিক হিংসার পরিসংখ্যান বেশি (৩২%)। শহরাঞ্চলে গ্রামের তুলনায় কম (২৪%)। প্রতীকী ছবি, হিন্দুস্তান টাইমস (HT Photo)