Local Trains Cancelled From Sealdah: চলবে রেলব্রিজের কাজ। এই কারণেই শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত দমদম থেকে শিয়ালদার মধ্যে ট্রেন চলাচল করবে না কোনও লোকাল ট্রেন। এর জেরে বাতিল হয়েছে বহু লোকাল ট্রেন।
1/3আজ রাত সাড়ে ১১টা থেকে আগামিকাল সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালদা ও দমদমের মধ্যে চলবে না কোনও লোকাল ট্রেন। ট্রেন বাতিলের জেরে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
2/3পূর্ব রেল জানিয়েছে, রেল ব্রিজের কাজের জন্য ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া ব্রিজের কাজের জন্য ৬টি মেল এক্সপ্রেস দেরিতে চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/3কোন ট্রেনগুলি দেরিতে চলবে: মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)