বাংলা নিউজ > ছবিঘর > নেই ভেন্টিলেশন, বন্ধ সিঁড়ি, দিল্লির 'মৃত্যুপুরী' কারখানায় প্রাণ গেল ৪৩ জনের

নেই ভেন্টিলেশন, বন্ধ সিঁড়ি, দিল্লির 'মৃত্যুপুরী' কারখানায় প্রাণ গেল ৪৩ জনের

আজ ভোরে দিল্লির রানি ঝাঁসি রোডে একটি বহুতল কারখানা... more

আজ ভোরে দিল্লির রানি ঝাঁসি রোডে একটি বহুতল কারখানায় ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ৪৩ জনের। দমকলকর্মীরা জানিয়েছেন, জতুগৃহে পরিণত হয়েছিল বহুতলটি। ছিল না কোনও ভেন্টিলেশন ব্যবস্থা, মজুত ছিল দাহ্য পদার্থ। যখন আগুন লাগে তখন ঘুমোচ্ছিলেন অধিকাংশ শ্রমিক। দমবন্ধ হয়ে মারা যান তাঁরা। আগুন লাগার পর থেকে কী হল, তা একনজরে দেখে নেওয়া যাক -

অন্য গ্যালারিগুলি