আজ ভোরে দিল্লির রানি ঝাঁসি রোডে একটি বহুতল কারখানা... more
আজ ভোরে দিল্লির রানি ঝাঁসি রোডে একটি বহুতল কারখানায় ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ৪৩ জনের। দমকলকর্মীরা জানিয়েছেন, জতুগৃহে পরিণত হয়েছিল বহুতলটি। ছিল না কোনও ভেন্টিলেশন ব্যবস্থা, মজুত ছিল দাহ্য পদার্থ। যখন আগুন লাগে তখন ঘুমোচ্ছিলেন অধিকাংশ শ্রমিক। দমবন্ধ হয়ে মারা যান তাঁরা। আগুন লাগার পর থেকে কী হল, তা একনজরে দেখে নেওয়া যাক -
4/14খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩০টির বেশি ইঞ্জিন। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু, ভিতরে কতজন আটকে ছিল, তা বোঝা যাচ্ছিল না। (ছবি সৌজন্য এএনআই)
5/14রাস্তা সংকীর্ণ হওয়ায় গলির মধ্যে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স। বড় রাস্তার পাশে দাঁড়িয়েছিল তা। কারখানার ভিতর যারা আটকে পড়েছিলেন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। (ছবি সৌজন্য এএফপি)
6/14উদ্ধারকাজে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকেও। (ছবি সৌজন্য এএফপি)
7/14আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেন তিনি। সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। (ছবি সৌজন্য এএনআই)
8/14হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। (ছবি সৌজন্য এএনআই)