১৫তম আইপিএল শেষে ভারতীয় দলের জার্সি গায়ে তুলতেই যেন সেই ফর্ম ভ্যানিস হয়ে গিয়েছে যুজবেন্দ্র চাহালের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ রান দিচ্ছেন চাহাল। এমন অবস্থায় বাইশ গজে অদ্ভুদ রেকর্ড গড়ে ফেললেন চাহাল। ১০ বারের বেশি চল্লিশ রানের বেশি খরচ করে ভারতীয় ক্রিকেটারদের শীর্ষে রয়েছেন চাহাল।
1/4১৫তম আইপিএল শেষে ভারতীয় দলের জার্সি গায়ে তুলতেই যেন সেই ফর্ম ভ্যানিস হয়ে গিয়েছে বেগুনি টুপি বিজয়ী যুজবেন্দ্র চাহালের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ রান দিচ্ছেন চাহাল। এমন অবস্থায় বাইশ গজে অদ্ভুদ রেকর্ড গড়ে ফেললেন চাহাল। ১০ বারের বেশি চল্লিশ রানের বেশি খরচ করে ভারতীয় ক্রিকেটারদের শীর্ষে রয়েছেন চাহাল। (ছবি-এপি) (AP)
2/4এই তালিকায় দু নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ বল করলেও ভুবি এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে সাতবার চল্লিশ রানের বেশি খরচ করেছেন। (ছবি-এএনআই) (AP)
3/4দীপক চাহার রয়েছেন এই তালিকার তিন নম্বরে। টি টোয়েন্টি ক্রিকেটে চার ওভার বল করে চল্লিশ রানের বেশি ছয় বার দিয়েছেন দীপক চাহার। (ছবি-বিসিসিআই) (AP)
4/4শার্দুল ঠাকুর এই তালিকায় রয়েছেন চার নম্বরে। তিনিও ভারতীয় দলের জার্সি গায়ে টি টোয়েন্টি ক্রিকেটে চার ওভার বল করে চল্লিশ রানের বেশি খরচ করেছেন। তাও আবার এক বা দুইটি ম্যাচে নয়, তিনি এই ঘটনা ঘটিয়েছেন ছয়টি ম্যাচে। (ছবি-পিটিআই) (AP)