বাংলা নিউজ > ছবিঘর > চার ওভারে ৪৯ রান! তিন তারকাকে পিছনে ফেলে বাইশ গজে চাহালের লজ্জার রেকর্ড

চার ওভারে ৪৯ রান! তিন তারকাকে পিছনে ফেলে বাইশ গজে চাহালের লজ্জার রেকর্ড

১৫তম আইপিএল শেষে ভারতীয় দলের জার্সি গায়ে তুলতেই যেন সেই ফর্ম ভ্যানিস হয়ে গিয়েছে যুজবেন্দ্র চাহালের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ রান দিচ্ছেন চাহাল। এমন অবস্থায় বাইশ গজে অদ্ভুদ রেকর্ড গড়ে ফেললেন চাহাল। ১০ বারের বেশি চল্লিশ রানের বেশি খরচ করে ভারতীয় ক্রিকেটারদের শীর্ষে রয়েছেন চাহাল।