বলিউডের এই পাঁচ তারকা জুটির স্ত্রীদের সম্পত্তির পরিমাণ তাঁদের তারকা স্বামী কিংবা তারকার থেকে শুধু বেশিই নয়, বরং সম্পত্তির আনুমানিক অংকটাও অবাক করার মতো।
1/5এইমুহূর্তে বলিপাড়ার সবথেকে চর্চিত বিষয় ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ-এর বিয়ে। আলোচনায় তাঁদের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণও। ভিকির ডেবিউয়ের বহু বছর আগেই বি-টাউনে পা রেখেছিলেন ক্যাটরিনা। এইমুহূর্তে তাঁর সম্পত্তির আনুমানিক মূল্য ২২৪ কোটি। সেখানে ভিকি কৌশলের নাকি মাত্র ২৫ কোটি! (ছবি সৌজন্যে - ফেসবুক)
2/5গত বেশ কয়েক বছর ধরে বলিউডের 'সবচেয়ে বেশি উপার্জনকারী' অভিনেত্রীর তকমা সেঁটে রয়েছে দীপিকা পাড়ুকোনের পাশে। বলিপাড়ার বিশ্বাস, স্বামী তথা বলি-অভিনেতা রণবীর সিংয়ের তুলনায় অনেক বেশি সম্পত্তির মালিক দীপিকা। এইমুহূর্তে দীপিকার সম্পত্তির আনুমানিক মূল্য ৩১৬ কোটি। সেখানে রণবীরের নাকি ৩০৭কোটি! (ছবি সৌজন্যে - ফেসবুক)
3/5ঐশ্বর্য রাই বচ্চনের এইমুহূর্তে সম্পত্তির মূল্য ২২৭ কোটি টাকার আশেপাশে। সেখানে স্বামী অভিষেক বচ্চনের সম্পত্তির পরিমাণ ২০৩ কোটি টাকা। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)
4/5স্থাবর, অস্থাবর সম্পত্তি মিলিয়ে হেমা মালিনীর সম্পত্তির পরিমাণ নাকি ৪৪০ কোটি টাকা। তাঁর স্বামী তথা বর্ষীয়ান বলি-অভিনেতা ধর্মেন্দ্রর সম্পত্তি ৩৩৫ কোটির আশেপাশে। (ছবি সৌজন্যে - ফেসবুক)
5/5তালিকায় রয়েছে বিপাশা বসু এবংহ করণ সিংহ গ্রোভারের নামও। বিপাশা বসুর সম্পত্তির পরিমাণ যেখানে ১১৩ কোটি টাকা সেখানে শেষ পাওয়া খবরে জানা গেছে করণের জমানো অর্থের অংক মাত্র ১৩ কোটি টাকা। (ছবি সৌজন্যে - টুইটার)