Oldest cities in the world: ইতিহাস এবং নানা তথ্য ঘাটলে জানা যায়, বিশ্বের কিছু প্রাচীন নগরের অস্থিত্ব আজও অটুট। সেগুলির কোনও কোনওটায় কিছু প্রাচীন নিয়ম এবং রীতিনীতি এখনও চলছে। এমন ৫টি পুরনো শহর কোনগুলি-
1/6বিশ্বের প্রাচীনতম শহরগুলি কোনটি, সেটা খুঁজে বের করা বেশ চাপের। বিভিন্ন শহর অবিচ্ছিন্ন বাসস্থান, প্রত্নতাত্ত্বিক প্রমাণ বা নানা ঐতিহাসিক গল্প রয়েছে। এগুলির নিরিখে সেই শহরগুলি ‘প্রাচীনতম’ হওয়ার দাবি করে। এখানে ৫টি শহরের কথা উল্লেখ করা হল, যেগুলিকে প্রায়শই ‘প্রাচীনতম’ হিসেবে দাবি করা হয়- (Unsplash)
2/6জেরিকো, পশ্চিম তীর- প্রত্নতত্ত্ববিদদের ধারণা ৮০০০ খ্রীষ্টপূর্বাব্দ থেকে এই অঞ্চলে মানুষের বসতি রয়েছে। প্রমাণ সহ জেরিকোকে প্রায়শই বিশ্বের প্রাচীনতম জনবসতিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়। (Unsplash)
3/6এথেন্স, গ্রীস- ইউরোপের অন্যতম প্রাচীন শহরগুলির মধ্যে একটি এথেন্স। ৩৪০০ বছরের পুরনো ইতিহাস রয়েছে এই শহরের। গণতন্ত্র এবং পাশ্চাত্য দর্শনের উৎপত্তি স্থান হিসেবে গণ্য করা হয় এই শহরকে। (Unsplash)
4/6বেনারস, ভারত- বেনারস, বারাণসী বা কাশী নামেও পরিচিত। বিশ্বের অন্যতম প্রাচীন শহর হিসেবে গণ্য করা হয় এটিকে। ৩০০০ বছরের পুরনো ইতিহাস রয়েছে এই শহরের। এমনকি গঙ্গাতীরের ঘাটগুলিও অনেক পুরনো। (Unsplash)
5/6আলেপ্পো, সিরিয়া- প্রাচীন এই শহরে ৮০০০ বছরের বেশি সময় ধরে জনবসতি রয়েছে। খ্রিস্টপূর্ব ৬ মিলিনিয়াম বছর আগে এই শহরে বসতির প্রমাণ মিলেছে। (Unsplash)
6/6বাইব্লোস, লেবানন- বিশ্বের প্রাচীনতম জনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি বাইব্লোস। ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে বসতির প্রমাণ রয়েছে এই শহরে। (Unsplash)