India vs Bangladesh- সঞ্জুর ওপেনিং থেকে মায়াঙ্কদের অভিষেক! T20 সিরিজে কোন ৫ বিষয়ে লক্ষ্য থাকবে ভারতের!
Updated: 06 Oct 2024, 11:40 AM IST Moinak Mitra 06 Oct 2024 india, indian, bcci, icc, t20, bangladesh, cricket, suryakumar yadav, ipl, harshit rana, mayank agarwal, গৌতি, গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, বাংলাদেশ, ভারত, ভারতীয়, ক্রিকেট, টি২০, অধিনায়ক, আইপিএল, ক্রিকেটার, ইন্ডিয়া, বিসিসিআই, আইসিসি, মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা, সঞ্জু, স্যামসন, সূর্য, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, বোলাররবিবার থেকে শুরু ভারত-বাংলাদেশ টি২০ সিরিজ। এই সিরিজে পাঁচটি বিষয়ের দিকে নজর থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। অভিষেক সিরিজে জোড়া পেসার মায়াঙ্ক-হর্ষিত কেমন খেলেন, তা যেমন নজরে থাকবে। তেমনই ওপেনার সঞ্জুর পারফরমেন্স এবং পার্ট টাইম স্পিনারদের ধারাবাহিকতা পরখ করে নিতে চাইবেন গম্ভীর-মর্কেলরা।
পরবর্তী ফটো গ্যালারি