শেয়ারবাজারে ঝড় তুলেছে এক স্মলক্যাপ কোম্পানি। এক মাসের মধ্যেই বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিচ্ছে পিএনজিএস গার্গী ফ্যাশন জুয়েলারি নামক সংস্থাটি। গত মাসের ২০ ডিসেম্বর জুয়েলারি কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। আর এরই মধ্যে বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে সংস্থাটি।
1/4পিএনজিএস গার্গী ফ্যাশন জুয়েলারির আইপিও মূল্য ছিল ৩০ টাকা। স্টকটির দাম ইস্যু মূল্য থেকে এখনও পর্যন্ত ৫০৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের দর আপার সার্কিটে রয়েছে। গতকাল মঙ্গলবারও এই স্টকটি ৫ শতাংশ আপার সার্কিটে ছিল। এর শেয়ারের দাম মঙ্গলবার ১৮১.৮০ টাকা ছিল। (MINT_PRINT)
2/4পিএনজিএস গার্গী ফ্যাশন জুয়েলারির আইপিও ইস্যু করা হয় ডিসেম্বরে। সেই সময় এটার ইস্যু মূল্য ছিল ৩০ টাকা। ২০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার তালিকাভুক্ত হয় শেয়ার বাজারে। তালিকাভুক্তির দিনে কোম্পানির শেয়ার দর ১০৬ শতাংশ বেড়ে ৫৯.৮৫ টাকা হয়। তালিকাভুক্তির পর থেকে কোম্পানিটির শেয়ার ক্রমাগত আপার সার্কিটেই রয়েছে। (MINT_PRINT)
3/4কোম্পানির আইপিও ২০২২ সালের ৮ ডিসেম্বর সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছিল। ১৩ ডিসেম্বর পর্যন্ত খোলা ছিল সাবস্ক্রিপশন। খুচরো বিনিয়োগকারীরা আইপিওতে একটি লটের জন্য আবেদন করতে পারতেন এই সময়কালে। কোম্পানির আইপিওতে এক লটে ৪ হাজার শেয়ার ছিল। অর্থাৎ, বিনিয়োগকারীদের আইপিওতে ১.২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়েছিল। আজকের তারিখে এই এক লট শেয়ারের দর বেড়ে ৭.২৭ লক্ষ টাকা হয়েছে। (MINT_PRINT)
4/4ডিসক্লেমার: এখানে শুধুমাত্র স্টকের পারফরম্যান্স সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষে এবং বিনিয়োগ করার আগে আপনার উপদেষ্টার সাথে পরামর্শ করে নেওয়া উচিত। (MINT_PRINT)