DA Hike for State Govt Employees by 12%: DA ১২% বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের! জানুয়ারিতে হবে ‘ডবল-ডবল’ লাভ, রইল হিসাব
Updated: 30 Nov 2024, 01:05 AM ISTমহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ১২ শতাংশ বাড়ানো হল রাজ্য সরকারি কর্মচারীদের। এতদিন তাঁরা যে পরিমাণ ডিএ পেতেন, সেটা একলপ্তে ১২ শতাংশ বাড়িয়ে দেওয়া হল। তবে সেখানেই শেষ হয়, জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মচারীদের ‘ডবল-ডবল’ লাভ হবে। কীভাবে? রইল পুরো অঙ্ক।
পরবর্তী ফটো গ্যালারি