5th Pay Commission DA case in SC: মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে চরমে উঠেছে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন। তারইমধ্যে সুপ্রিম কোর্টে ডিএ (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মামলার চূড়ান্ত নিষ্পত্তি কবে হবে, তা সম্ভবত নির্ধারিত হবে সোমবার।
1/6আগামী ১৫ মার্চ কি সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি হবে? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সেদিন যে শুনানি হবে না, এমন কোনও নিশ্চয়তা নেই। আপাতত যা পরিস্থিতি, তাতে সোমবার (১৩ মার্চ) পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/6এমনিতে চলতি বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (পঞ্চম বেতন কমিশনের আওতায়) মামলা উঠেছিল। সেদিন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে ১৫ মার্চ ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। কিন্তু তারপরও কেন ১৫ মার্চের শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/6বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বলেছেন,'শীর্ষ আদালতের তরফে যে সার্কুলার জারি করা হয়েছে, তাতে আগামী বুধবার (১৫ মার্চ) এবং বৃহস্পতিবার (১৬ মার্চ) তালিকাভুক্ত মামলাগুলির শুনানি হবে না। মেনশন হিয়ারিংয়ের মাধ্যমে ওই মামলাগুলির দিন নির্ধারিত হবে। সেই পরিস্থিতিতে আমাদের আইনজীবীর আবেদনের ভিত্তিতে সোমবার (১৩ মার্চ) শীর্ষ আদালতে মামলাটি উঠবে। সেদিনই নির্ধারিত হবে যে কবে ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/6কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ১৫ মার্চই শুনানি হবে না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না। পুরো বিষয়টা সোমবার নির্ধারিত হবে। তবে কনফেডারেশনের আইনজীবী ১৭ মার্চ বা ২০ মার্চ ওই মামলার শুনানির দিন ধার্য করার আর্জি জানাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে PIxabay)
5/6এমনিতে গত বছর ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। যদিও সেই সময়সীমা শেষ হওয়ার একেবারে আগে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। ২২ সেপ্টেম্বর সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। (ছবি সৌজন্যে এএনআই)
6/6তারইমধ্যে হাইকোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে তিনটি রাজ্য সরকারি সংগঠন। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের তরফে হাইকোর্টে হলফনামা দায়ের করা হয়। সেইসঙ্গে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। (ছবি সৌজন্যে এএনআই)