5th Pay Commission DA case in SC: আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ) মামলার চূড়ান্ত শুনানি আছে। যে শুনানিতে তাঁরাই শেষ হাসি হাসবেন বলে আশাপ্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই মামলা নিয়ে এল নয়া খবর। কী সেই আপডেট, তা দেখে নিন-
1/5আগামী ২১ মার্চ যে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মামলা উঠতে চলেছে, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এবার ডিএ মামলা নিয়ে নয়া তথ্য সামনে এল। যে মামলা পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা 'স্পেশাল লিভ পিটিশন'-র ভিত্তিতে চলছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5ডিএ মামলা নিয়ে কোন তথ্য সামনে এসেছে? রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ডিএ মামলাটি উঠবে। ৫৩ নম্বর মামলা হিসেবে ডিএ মামলা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
3/5এমনিতে গত ১৫ মার্চ শীর্ষ আদালতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু সেদিন শুনানি হয়নি। কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানান, সুপ্রিম কোর্টের তরফে একটি সার্কুলার জারি করে বলা হয়েছিল যে ১৫ ও ১৬ মার্চ থাকা মামলাগুলির পরে শুনানি হবে। তারপর সোমবার মেনশন হিয়ারিংয়ে শীর্ষ আদালত জানিয়েছে যে ২১ মার্চ ডিএ মামলার শুনানি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5উল্লেখ্য, ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তারপর রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। যা পরবর্তীতে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ২২ সেপ্টেম্বর রাজ্যের রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়। বহাল থাকে ২০ মে'র রায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5তারইমধ্যে হাইকোর্টের নির্দেশ না মেনে নবান্ন ডিএ মিটিয়ে না দেওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মচারীদের তিনটি সংগঠন। সেই মামলায় হাইকোর্ট রাজ্যের হলফনামা চেয়েছিল। হলফনামা দাখিল করে রাজ্য সরকার জানিয়েছিল যে হাইকোর্টের নির্দেশ ডিএ দিলে রাজ্যের উপর আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে। সেইসঙ্গে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে 'স্পেশাল লিভ পিটিশন' দাখিল করা হয়েছে, সেটাও জানিয়েছিল রাজ্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)