5th Pay Commission DA Case: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) কবে মিলবে? তা নিয়ে অপেক্ষায় আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আপাতত সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকে নজর আছে সরকারি কর্মচারীদের।
1/5কবে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি হবে? জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ আসতেই শুরু হয়েছে কাউন্টডাউন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হতে পারে। তবে এখনও চূড়ান্ত দিন ঘোষণা করা হয়নি। সম্ভাব্য দিন হিসেবে তা দেখানো হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/5গত মাসে সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ডিএ মামলার শুনানির দিন ধার্য করেছিল শীর্ষ আদালত। সেইসময় ডিএ মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার নয়া বেঞ্চ গঠন করে শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হবে বলে জানানো হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5তারইমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেন, ‘এই জেদি সরকার (মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার) সুপ্রিম কোর্টে নাক না খেলে ডিএ দেবে। নাক ঘষা খাবে, তারপর ডিএ (মহার্ঘ ভাতা) দেবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5উল্লেখ্য, গত বছরের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হওয়ার আগে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। যা খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। তারইমধ্যে হাইকোর্টে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল রাজ্য সরকারের তিনটি সরকারি কর্মচারী সংগঠন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5হাইকোর্টে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানির মধ্যেই সুপ্রিম কোর্টে আসে রাজ্য সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। আপাতত সেই মামলার শুনানি চলছে। সেই মামলার শুনানিতেই রাজ্য সরকার জানিয়েছিল, হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে গেলে প্রায় ৪২,০০০ কোটি টাকা খরচ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)