5th Pay Commission DA Case in SC: সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ) কবে উঠবে? তা নিয়ে মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কী জানালেন তিনি, তা দেখে নিন -
1/5আগামী ১৬ জানুয়ারি (সোমবার) সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ) মামলা উঠতে চলছে। এমনটাই জানালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তবে কোন বেঞ্চে মামলা উঠবে, তা অবশ্য বৃহস্পতিবার বা শুক্রবার জানা যাবে বলে দাবি করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/5কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বলেছেন, ‘এখনও বেঞ্চ অনুযায়ী লিস্ট না হলে তারিখ অনুযায়ী লিস্ট ফাইনাল হয়ে গিয়েছে। অর্থাৎ ২০২৩ সালের ১৬ জানুয়ারিতে ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠছে। কজলিস্টে বেঞ্চ এবং কত নম্বর সিরিয়ালে মামলা উঠবে, তা সম্ভবত বৃহস্পতিবার/শুক্রবার জানা যাবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5এমনিতে আপাতত মামলা-ভিত্তিক তথ্য দেখার জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে জায়গা আছে, তাতে মামলার চূড়ান্ত দিন ধার্য করা হয়নি। মামলার সম্ভাব্য তারিখ হিসেবে ১৬ জানুয়ারি উল্লেখ করা করা হয়েছে। যেদিন মামলাটি তালিকাভুক্ত হতে পারে বলে ওয়েবসাইটে উল্লেখ করা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5এমনিতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে, সেই মামলাটি গত বছর একাধিকবার সুপ্রিম কোর্টে উঠেছে। গত ডিসেম্বরে মামলাটি যখন শীর্ষ আদালতে উঠেছিল, তখন ওই বেঞ্চ থেকে সরে যান বিচারপতি দীপঙ্কর দত্ত। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জানুয়ারির তৃতীয় সপ্তাহে ডিএ মামলার শুনানি হবে। নয়া বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5গত বছরের ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়ের ভিত্তিতে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। যা খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। তারইমধ্যে বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার একাধিক শুনানি হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে দায়ের হয় রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)