6 percent interest on Allowance Arrear: ৬% সুদ সহ বকেয়া ভাতা দিতে হবে বাংলার সরকারি কর্মীদের, রাজ্যের কান মুলে দিল আদালত
Updated: 16 Jun 2024, 01:02 PM ISTবাংলার সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকাদের মুখে হাসি ফুটিয়ে বড় রায় দিল কলকাতা হাই কোর্ট। এই আবহে তাঁদের পকেটে আসতে চলেছে বকেয়া ভাতা। সঙ্গে মিলবে ৬ শতাংশ হারে সুদ।
পরবর্তী ফটো গ্যালারি