Elevated Corridor to NH6: দ্বিতীয় হুগলি সেতুর সঙ্গে জুড়বে ৬নং জাতীয় সড়ক, তৈরি হবে ৬.৮ কিমি দীর্ঘ উড়ালপথ
Updated: 09 Apr 2023, 04:55 PM ISTদ্বিতীয় হুগলি সেতু থেকে সরাসরি জুড়ে যাবে ৬ নম্বর জাতীয় সড়ক। এর জন্য কোনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে একটি ৬.৮ কিমি দীর্ঘ এলিভেটেড পথ বা উড়াল পথ তৈরি হতে চলেছে। এর জন্য ইতিমধ্যেই নির্মাণ সংস্থা বাছার কাজ সম্পন্ন হয়েছে। তবে এখন জল্পনা দেখা দিয়েছে টোল আদায়ের ইস্যুতে।
পরবর্তী ফটো গ্যালারি