বেতন বৃদ্ধি হল রাজ্য সরকারি কর্মীদের। রীতি মেনে জুলাই থেকে ৩ শতাংশ হারে মূল বেতন বৃদ্ধি পেল রাজ্যের সরকারি কর্মীদের। গতকালই কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বেতন। এদিকে মূল বেতন বৃদ্ধির ফলে ডিএ, হাউজ রেন্ট অ্যালাওয়েন্সের মতো একাধিক ভাতা বাবদ প্রাপ্য টাকার পরিমাণও বৃদ্ধি হল কিছুটা। কারণ এই ভাতাগুলি মূল বেতনের উপর ভিত্তি করে দেওয়া হয়।
1/5মার্চ মাস বাদে প্রতি মাসে সরকারি কর্মীরা বেতন পেয়ে থাকেন প্রতি মাসের শেষ কাজের দিনের আগের দিন। অ্যাকাউন্টে বতন ঢোকার আগে ট্রেজারি থেকে কর্মীদের এসএমএস করে জানানো হয় যে কত টাকা ঢুকতে চলেছে অ্যাকাউন্টে।
2/5এই আবহে বৃহস্পতিবারই সরকারি কর্মীরা জানতে পারেন যে জুলাইয়ে নির্ধারিত হারে ৩ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে তাদের। এই বৃদ্ধি মূল বেতনের ক্ষেত্রে হয়। এর ফলে কর্মীদের দুটি ভাতাও কিঞ্চিত বৃদ্ধি পাবে।
3/5মূল বেতন ৩ শতাংশ বৃদ্ধির ফলে মহার্ঘ ভাতা এবং বাড়ি ভাড়ার ভাতা বাড়বে। রাজ্য সরকারি কর্মীরা এখন মূল বেতনের উপর ৩ শতাংশ হারে ডিএ এবং ১২ শতাংশ হারে এইচআরএ পান।
4/5২০২০ সালে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার সময়ই বাৎসরিক বেতন বৃদ্ধির উল্লেখ করা হয়। তবে সেই সময় পেনশনভোগীদের ডিআর বৃদ্ধি নিয়ে কোনও কিছু বলা হয়নি সরকারের তরফে।