6th Pay Commission DA Arrear Calculation: ২০১৬ সালের ১ জানুয়ারি বা তারপরে চাকরিতে যোগ দিয়েছেন? তাহলে আপনি বকেয়া হিসেবে কত টাকা ডিএ পাবেন, তা বিস্তারিতভাবে জানাল কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ। আপনি বকেয়া ডিএ হিসেবে কত টাকা পাবেন, তা হিসাব দেখে নিন -
1/6২০১৬ সালের ১ জানুয়ারি বা তারপর চাকরিতে যোগ দিয়েছেন? তাঁরা কি বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাবেন? বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে জানানো হয়েছে, যে সরকারি কর্মচারীরা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে যোগদান করেছেন, তাঁরা বকেয়া ডিএ মামলার সুফল পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/6বকেয়া ডিএ হিসেবে ওই সরকারি কর্মচারীরা কত টাকা পাবেন, তা ব্যাখ্যা করেছেন কনফেডারেশনের সভাপতি শ্যামল মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তাঁরা জানিয়েছেন, ২০১৬ সালের ১ জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১২৫ শতাংশ হারে ডিএ পেতেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তা ছিল ৭৫ শতাংশ। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ ডিএ কম পেতেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/6ধরা যাক, যাঁরা ২০১৬ সালের ১ জানুয়ারি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের বেসিক স্যালারি ১০,০০০ টাকা। প্রথম ১২ মাসে বকেয়া ৫০ শতাংশ ডিএ পাবেন (২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর)। ২০১৭ সালের ১ জানুয়ারি ১০ শতাংশ হারে ডিএ দেওয়ার কারণে পরবর্তী ১২ মাস (৩১ ডিসেম্বর পর্যন্ত) ওই কর্মচারীরা ৪০ শতাংশ (৫০ শতাংশ-১০ শতাংশ) বকেয়া ডিএ পাবেন। আবার ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৫ শতাংশ বকেয়া পাবেন ওই সরকারি কর্মচারীরা। ২০১৮ সালের ১ জানুয়ারি ১৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছিল। সেই অঙ্কের নিরিখে বকেয়া ডিএ ২৫ শতাংশ (৪০ শতাংশ-১৫ শতাংশ) হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/6কনফেডারেশনের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারির পর যাঁরা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের ওই অঙ্কের ভিত্তিতেই বকেয়া ডিএ হিসাব করা হবে। যেমন - যে সরকারি কর্মচারী ২০১৭ সালের ১ জানুয়ারি চাকরিতে যোগ দিয়েছেন, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁর বকেয়া ডিএয়ের পরিমাণ ৪০ শতাংশ। আবার ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৫ শতাংশ বকেয়া ডিএ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/6যে সরকারি কর্মচারীরা ওই তিন তারিখ (২০১৬ সালের ১ জানুয়ারি, ২০১৭ সালের ১ জানুয়ারি এবং ২০১৮ সালের ১ জানুয়ারি) ছাড়া অন্য কোনওদিন চাকরিতে যোগ দিয়েছেন, চাকরিতে যোগ দেওয়ার দিন থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের বকেয়া ডিএয়ের পরিমাণ হিসাব করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
6/6উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। বজায় রাখা হয়েছে চলতি বছরের ২০ মে'র রায়। অর্থাৎ তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। যদিও রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলে আশা ধারণা সরকারি কর্মীদের। সেজন্য ইতিমধ্যে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে তিনটি রাজ্য সরকারি সংগঠন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)