বাংলা নিউজ > ছবিঘর > 6th Pay Commission DA Digital Strike: ডিএ আন্দোলনের পারদ চড়ল মেঘলা দিনে, আজ থেকে শুরু সরকারি কর্মীদের 'অসহযোগিতা'

6th Pay Commission DA Digital Strike: ডিএ আন্দোলনের পারদ চড়ল মেঘলা দিনে, আজ থেকে শুরু সরকারি কর্মীদের 'অসহযোগিতা'

আজ থেকে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকেই সরকারি কর্মীরা 'ডিজিটাল অসহযোগিতার' পথে হাঁটতে চলেছেন। এই নয়া পদক্ষেপে সরকারের কাজে ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা। তবে বর্ধিত ডিএ-র দাবিতে অনড় সরকারি কর্মীরা। এই আবসে শনিবার থেকে এই নয়া প্রতিবাদ শুরু হচ্ছে।