দীর্ঘ ৪৪ দিন ধরে অনশন করেও হকের ডিএ আদায় করতে পারে... more
দীর্ঘ ৪৪ দিন ধরে অনশন করেও হকের ডিএ আদায় করতে পারেননি সরকারি কর্মীরা। এই আবহে অবশেষে অনশন স্থগিত করল সংগ্রামী যৌথ মঞ্চ। লাগাতার আন্দোলন, অনশনের জেরে অসুস্থও হয়ে পড়েছিলেন অনেকে। এই আবহে অনশন তুলে দিলেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, কয়েকদিন আগে ভাস্কর ঘোষ অসুস্থ হওয়ার পরই ইঙ্গিত মিলেছিল যে অনশন উঠতে পারে। আর তাই হল আজ।
1/5সিঙ্গুরে জমি আন্দোলনের সময় ২৫ দিন অভুক্ত থেকে ২৬তম দিনে অনশন ভেঙেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি ছিলেন বিরোধী আসনে। আজ তিনি শাসকের গদিতে। মমতার সেই অনশনের 'রেকর্ড' ডিএ আন্দোলনকারীরা আগেই ভেঙে দিয়েছিলেন। তবে অনশন করে মমতার মন গলাতে পারেননি তাঁরা। এই পরিস্থিতিতে অনশন করে আর লাভ হবে না বুঝেই যৌথ মঞ্চ বড় সিদ্ধান্ত নিল। এদিকে অনশন তুলে নেওয়া হলেও আন্দোলন জারি থাকবে বলে জানা গিয়েছে।
2/5এর আগে গত ২২ মার্চ অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভরতি হয়েছিলেন ভাস্কর ঘোষ। এই আবহে যৌথ সংগ্রামী মঞ্চের হয়ে চন্দন চট্টোপাধ্যায় বলেছিলেন, 'ভাস্করবাবুর স্ত্রী কান্নাকাটি করছেন। কারও প্রাণের বিনিময়ে ডিএ চাইনা। তাই আগামি দিনে হয়তো অনশনের পথ থেকে সরে এসে অবস্থান ও ধরনার পথকেই আঁকড়ে ধরতে হবে।' সেই কথা মতোই আজ অনশন স্থগিত করলেন সরকারি কর্মীরা।
3/5প্রসঙ্গত, ডিএ-র দাবিতে আগামী কয়েক সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ডিএ মেটানোর দাবিতে আগামী ৩০ মার্চ মহাসমাবেশ হবে সরকারি কর্মীদের। এর পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ওইদিন গণছুটি নিয়ে শিয়ালদা এবং হাওড়া থেকে মিছিল হবে। সেই মিছিলে হেঁটে আন্দোলনকারীরা যোগ দেবেন শহিদ মিনারের ধরনামঞ্চে।
4/5অন্যদিকে আগামী ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসার কথা আছে আন্দোলনকারীদের। এছাড়া আগামী ২৬ তারিখ রাষ্ট্রপতিকে গণহারে ইমেল করে ডিএ বঞ্চনার কথা তুলে ধরবেন রাজ্য সরকারি কর্মীরা। এর একদিন পর, ২৭ মার্চ গণ ইমেল করা হবে মুখমন্ত্রীকেও। তাতে সরকারি কর্মীরা জানাবেন, রাজ্য অচল হয়ে পড়লেও কর্মীরা কোনও ভাবে তার জন্য দায়ী থাকবেন না।
5/5এদিকে যৌথ সংগ্রামী মঞ্চের তরফে জানানো হয়েছে, ডিএ ইস্যু নিয়ে ২৯ মার্চ ৩০ মার্চ গণহারে টুইট করা হবে। ওই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রীয় স্তরের একাধিক শীর্ষ নেতাকে ট্যাগ করা হবে। সেইসঙ্গে সরকারের শীর্ষ আধিকারিকদেরও ওই টুইটে ট্যাগ করা হবে বলে জানিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক। রাজ্যের ডিএ বঞ্চনার বিষয়টি কেন্দ্রের নজরে আনতেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পুরো বিষয়টি জানানো হবে। তাঁদের স্মারকলিপি তুলে দেওয়া হবে।