পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মহার্ঘ ভাতা তিন শতাংশ দিয়েছি, দরকার হলে আরও তিন শতাংশ দেব।’ কী বললেন তিনি, তা দেখে নিন -
1/5মহার্ঘ ভাতা কোনও অধিকার নয়, রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে ডিএ। এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি দাবি করেন, কেন্দ্রের কাছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা বকেয়া পড়ে আছে রাজ্য সরকারের। সেই টাকা এনে দিলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও তিন শতাংশ বাড়ানো হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার এক লাখ ১৫ হাজার কোটি টাকা তো পড়ে আছে দিল্লিতে। টাকাটা এনে দিন না। তিন শতাংশ (ডিএ) দিয়েছে, দরকার হলে আরও তিন শতাংশ দেব। আমি তো পারি এটা করতে।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5মমতা বলেন, ‘আগে তো এক তারিখে টিচাররা মাইনেও পেতেন না। তিন মাস-চার মাস পর পর বেতন পেতেন। পুরোটাই অনিশ্চিত ছিল। আজ এক তারিখে সকলের কাছে টাকা পৌঁছে যায়। যত প্রকল্প আছে, (সবক্ষেত্রেই এক তারিখে টাকা ঢুকে যায়)। পেনশন - মানুষ সময়মতো পেয়ে যান। কোথায় ছিল এসব?’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/5মমতা বলেন, 'আপনি সরকারি চাকরি করেন। আপনি সেটার জন্য মাইনে পান। যা সুযোগ-সুবিধা আছে, সেটা পান। আপনি যদি সপ্তাহে দু'দিন-তিন দিন করে অফিসের কাজ বাদ দিয়ে রাস্তায় মিছিল করে বেড়ান, (সেটা বরদাস্তা করা যায়?) আপনাকে মিছিল করতে বারণ করা হচ্ছে না। অফিস টাইম বাদ দিয়ে করুন। অফিস টাইমে লোকে তো সার্ভিস পাচ্ছেন না। এটা কি সার্ভিস রুলের ব্রেক হচ্ছে না?' (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/5এমনিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ হারে ডিএ পান। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হয়েছে প্রশাসনিক ধর্মঘট, কর্মবিরতি। এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)