বাংলা নিউজ > ছবিঘর > DA Protest in Kazi Nazrul University: ডিএ ধর্মঘটীদের বিরুদ্ধে পদক্ষেপ, পালটা পদত্যাগ করে প্রতিবাদ ২২ অধ্যাপকের

DA Protest in Kazi Nazrul University: ডিএ ধর্মঘটীদের বিরুদ্ধে পদক্ষেপ, পালটা পদত্যাগ করে প্রতিবাদ ২২ অধ্যাপকের

বিগত ১০ মার্চ বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে ধর্মঘটে অংশ নিয়েছিলেন সরকারি কর্মীদের একাংশে। এই আবহে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়েও বেশ কয়েকজন এই ধর্মঘটে অংশ নিয়েছিলেন। এই আবহে ধর্মঘটীদের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর প্রতিবাদে এবার পালটা পদক্ষেপ করলেন সেই বিশ্ববিদ্যালয়ের ২২ জন অধ্যাপক।