ডিএ মেটানোর দবিতে সরকারকে চাপে ফেলতে মঙ্গলবার ফের কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। এদিকে আগামী রবিবার বড় কর্মসূচির ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সেদিন কলকাতায় প্রথমবার বৃহত্তর আন্দোলনের আঁচ দিতে পারেন সরকারি কর্মচারীরা। জানা গিয়েছে, রবিবারের বিক্ষোভ কর্মসূচিতে অনেককেই যোগ দিতে আহ্বান জানিয়েছে যৌথ মঞ্চ।
1/5৫ মার্চ, রবিবার, ময়দান এলাকায় বিক্ষোভ প্রদর্শন কররা ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। সেই সঙ্গে আন্দোলনরত কর্মপ্রার্থী এবং বিভিন্ন ছাত্র-যুব সংগঠনকেও আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ। এই আবহে সেদিন ময়দানে বড় জমায়েত করা হবে বলে দাবি আন্দোলনকারীদের। (PTI)
2/5উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি থেকে শহিদ মিনারের সামনে শুরু হয়েছে ডিএ আন্দোলকারীদের ধরনা। এদিকে আজ সোমবার ১৮ দিনে পড়েছে ডিএ আন্দোলনকারীদের অনশন কর্মসূচি। এদিকে আগামী ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে যৌথ মঞ্চ। মাধ্যমিকের কথা মাথায় রেখেই ১০ তারিখ এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে তার আগে ২৮ ফেব্রুয়ারি ২ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন সরকারি কর্মচারীরা। এর আগে ২০ ও ২১ তারিখ পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। (PTI)
3/5এদিকে বকেয়া ডিএ না মেটানো হলে ফের একবার পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সরকারি কর্মীরা ঠিক করেছেন, নির্বাচন কমিশন থেকে পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটকর্মীদের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেটায় কোনও তথ্য দেবেন না তাঁরা। আন্দোলকারীদের অভিযোগ, শূন্যপদ পূরণ না করায়, বাড়তি বোঝা নিয়ে কাজ করতে হয় তাঁদের। তবে এখন থেকে আর বাড়তি কাজ করা হবে না বলে জানিয়ে দেন সরকারি কর্মচারীরা। (PTI)
4/5গত ১৫ ফেব্রুয়ারি বাজেটে ঘোষণার পর অবশেষে ২৪ ফেব্রুয়ারি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় ডিএ বৃদ্ধি নিয়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আগামী ১ মার্চ থেকে ছয় শতাংশ ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। তবে কর্মচারীদের দাবি, তাঁরা এই ডিএ প্রত্যাখ্যান করতে চান। উল্লেখ্য, এবার ২৫ মাস বাদে ফের নতুন করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করল মমতার সরকার। ২০২১ সালের জানুয়ারিতে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তিন শতাংশ ডিএ-র ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপর থেকে একাধিকবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়লেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়েনি। (PTI)
5/5এদিকে আগামী ১৫ মার্চ ফের ডিএ মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। সেদিনই চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, গত বছর ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায় কার্যকর করার একেবারে শেষলগ্নে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। যা ২২ সেপ্টেম্বর খারিজ করে দিয়েছিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। বহাল রাখা হয়েছিল ২০ মে'র রায়। (PTI)