6th Pay Commission DA Protest: উঠেছে অনশন, নেমে এসেছে শাস্তির খাড়া! এবার কোন পথে এগোবে ডিএ আন্দোলন?
Updated: 26 Mar 2023, 12:58 PM IST৪৪ দিন পর গতকাল ডিএ-র দাবিতে অনশন স্থগিত করেছেন আন... more
৪৪ দিন পর গতকাল ডিএ-র দাবিতে অনশন স্থগিত করেছেন আন্দোলনরত সরকারি কর্মীরা। তবে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এরই মাধে সরকারি কর্মীদের বদলি, বেতন কাটার বিজ্ঞপ্তি জারির মতো ঘটনা ঘটেছে। এই গোটা বিষটিকে সরকারের 'প্রতিহিংসা' হিসেবেই দেখছেন ডিএ আন্দোলনকারীরা। এই আবহে তাঁরা নিজেদে অবস্থানে অনড় থেকে পাল্টা বার্তা পাঠাচ্ছেন সরকারকে।
পরবর্তী ফটো গ্যালারি