২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। এরপর থেকে কালীঘাট সংলগ্ন কোনও রাস্তায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের মিছিল হয়নি। বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করেছেন বটে। তবে পুলিশ তাদের বাধা দিয়েছে। অবশ্য আদালতের অনুমতিতে আজ মিছিল হবে মমতা-অভিষেকের পাড়ায়।
1/5হাজরা মোড়ে মাঝেসাঝে রাজনৈতিক কর্মকাণ্ড হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে সেই সভা-সমাবেশের আঁচ পড়তে দেওয়া হয় না। শুধুমাত্র নির্বাচনের পর তৃণমূল জিতলে আবীর খেলা হয় কালীঘাট এলাকায়। এই হল সেই পাড়ার রাজনৈতিক জমায়েতের পরিসর। যেই মমতা আন্দোলন করে নিজের রাজনৈতিক জমি তৈরি করেছেন। তাঁর বাড়ি থেকেই আন্দোলনকারীদের বহু দূরে রাখা হয়। এই আবহে আজ সরকারি কর্মীরা ডিএ-র দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়েই সরকার বিরোধী স্লোগান তুলতে তুলতে যাবেন। যা নজিরবিহীন। (Utpal Sarkar)
2/5ডিএ আন্দোলনকারীদের মিছিল ঘিরে তৎপর কলকাতা পুলিশ। এই আবহে আজ সকাল থেকেই হাজরা মোড়ে মোতায়েন থাকবে বিশাল সংখ্যক পুলিশকর্মী। এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে ডিসি পদমর্যাদার বহু অফিসার। এদিকে আজকের এই মিছিলের আয়োজক সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রেকর্ড সংখ্যক মানুষ আজকের ডিএ মহামিছিলে যোগ দেবেন। (Utpal Sarkar)
3/5উল্লেখ্য, আজ ডিএ আন্দোলনের ১০০তম দিন। এই উপলক্ষেই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে কলকাতার বুকে মহামিছিলের ডাক দিয়েছেন সরকারি কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'শান্তিনিকেতন' এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্ব দিয়ে যাবে আজকের মিছিল। প্রাথমিক ভাবে পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। পরবর্তীতে আন্দোলনকারীরা হাই কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। বিচারপতি মিছিলের অনুমতি দেন। তবে সঙ্গে কিছু শর্তও চাপান। (Utpal Sarkar)
4/5আজ দুপুর ১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে আয়োজন করতে হবে এই ডিএ মহামিছিলের। হাজরা রোড ধরে হাজরা মোড় থেকে হরিশ মুখার্জি রোড ক্রসিং পর্যন্ত যাবে আজকের ডিএ মিছিল। এরপর সেটি ডানদিক বেঁকে হরিশ মুখার্জি রোডে ঢুকবে। তারপর ডিএন ঘোষ রোড ক্রসিং পর্যন্ত গিয়ে ডিএ আন্দোলনকারীরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোডে উঠবেন। সেখান থেকে তারা হাজরা মোড়ে ফিরে আসবেন। (Utpal Sarkar)
5/5এদিকে মিছিল থেকে যাতে কোনওরকম ভাবে প্রোরচনামূলক স্লোগান না দেওয়া হয়, তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বকে সতর্ক করে দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি সাধারণ জনগণের যাতে এই মিছিলের জন্য কোনও সমস্যা না হয়, তারও খেয়াল রাখতে হবে ডিএ আন্দোলনকারীদের। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে ডিএ আন্দোলনকারীদের এই মিছিলের ওপর নজর থাকবে বাংলার রাজনৈতিক মহলেরও। (Utpal Sarkar)