6th Pay Commission DA Protest: মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে আগামী ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তা নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হতে পারে সূত্রের খবর। যদিও পালটা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।
1/6মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে আগামী ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। প্রশাসনিক সূত্রে খবর, সেই প্রশাসনিক ধর্মঘট নিয়ে কড়া নির্দেশিকা জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কর্মচারীদের সেদিন বাধ্যতামূলকভাবে অফিসে হাজির থাকতে বলা হবে। কেউ যদি ‘উপযুক্ত’ কারণ ছাড়া ছুটি দেন, তাহলে তাঁকে শো-কজ করা হবে। সঠিক কারণ দর্শাতে না পারলে তাঁদের চাকরিজীবনে ছেদ পড়বে বলে সূত্রের খবর। (সৌজন্যে ফেসবুক এবং পিটিআই ফাইল)
2/6প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটের দিন যাতে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক থাকে, সেজন্য আগেভাগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবহণ ব্যবস্থাও স্বাভাবিক রাখার জোর দেওয়া হচ্ছে। সেজন্য প্রয়োজনে কড়া পদক্ষেপের পথেও হাঁটা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। তবে এখনও সরকারিভাবে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/6পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, কোনওরকম ধর্মঘট বরদাস্ত করবে না রাজ্য সরকার। বাম আমলে ধর্মঘট সংস্কৃতির চল ছিল। তৃণমূল কংগ্রেসের আমলে ধর্মঘটের কোনও জায়গা নেই। যাবতীয় পরিষেবা স্বাভাবিক রাখতে হবে। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা করছে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
4/6কেন্দ্রীয় হারে ডিএ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। ২৪ ঘণ্টার সেই ধর্মঘটে শিক্ষক, চিকিৎসক-সহ সর্বস্তরের রাজ্য সরকারি কর্মচারীরা সামিল হবেন বলে দাবি করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা। তাঁদের দাবি, রাজ্যের প্রশাসন স্তব্ধ হয়ে যাবে। (ছবি সৌজন্যে ফেসবুক)
5/6সেই পরিস্থিতিতে প্রশাসনের তরফে কড়া নির্দেশিকা দেওয়া হলেও তাঁরা যে পিছু হটবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন যৌথ মঞ্চের এক নেতা দাবি করেন, রাজ্যের কোনও হুঁশিয়ারির কাছে মাথা নত করা হবে না। প্রশাসনিক ধর্মঘট হবেই। হকের ডিএ আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। (ছবি সৌজন্যে ফেসবুক)
6/6রাজ্য সরকারি কর্মচারীদের অনেকে তো রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে প্রশাসনিক ধর্মঘটের দিন রাজ্য সরকার যদি কঠোর কোনও পদক্ষেপ করে, তাহলে পালটা আন্দোলনে নামবেন তাঁরা। যাঁরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ হারে ডিএ পান। (ছবি সৌজন্যে ফেসবুক)