6th Pay Commission DA Protest: মহার্ঘ ভাতার (ডিএ) ... more
6th Pay Commission DA Protest: মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়াচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। তারইমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তাঁরা। ব্রিটিশ ঐতিহ্য বহন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
1/6মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে সরকারের বিরুদ্ধে আরও সুর চড়ালেন রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ আন্দোলনের মধ্যেই ১০ সরকারি কর্মচারীকে বদলির ঘটনাকে ব্রিটিশ শাসনের ‘ঐতিহ্য’-র সঙ্গে তুলনা করা হল। সেইসঙ্গে তাঁদের দাবি, ‘মন ভিজিয়ে’ সরকারি কর্মচারীদের বদলি করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
2/6সম্প্রতি ১০ সরকারি কর্মচারীকে বদলি করেছে রাজ্য সরকার। নবান্নের দাবি, রুটিন বদলি করা হয়েছে। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা কোনও না কোনও সময় ডিএ আন্দোলনে যোগ দিয়েছেন। গত ১০ মার্চ ডিএ ধর্মঘটেও সামিল হন। সেজন্যই তাঁদের উপর বদলির খাঁড়া নেমে এসেছে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
3/6সেই পরিস্থিতিতে ডিএ আন্দোলনের এক নেতা বলেন, ‘রাজ্য সরকারি কর্মচারীরা অচলাবস্থা তৈরি করেননি। রাজ্য সরকার যে ডিটেলমেন্ট অর্ডার জারি করেছে, তা আদতে ব্রিটিশ ঐতিহ্য বহন করছে। ব্রিটিশ আমলে যখন কর্মচারীরা প্রতিবাদ করতেন, তখন তাঁদের বদলি করে দেওয়া হত। স্বাধীনতার ৭৫ বছর পরেও ব্রিটিশদের ঐতিহ্য মেনে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার। ভাষাটাও ব্রিটিশ সরকারের থেকে ধার করা হয়েছে। ব্রিটিশ উত্তরাধিকার বহন করছে পশ্চিমবঙ্গ সরকার।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
4/6তিনি বলেন, '(ডিএয়ের দাবিতে) ধর্মঘটের পর নবান্নে পার্বত্য এবং স্বরাষ্ট্র বিষয়ক দফতরে গিয়ে খোঁজখবর নিয়েছিলেন। ওখানে আমাদের যে বন্ধুরা আছেন, তাঁরা বলেছেন যে মুখ্যমন্ত্রী নাকি কেঁদে-কেঁদে বলেছেন যে কেন ধর্মঘট করছেন? কেন্দ্র টাকা দেয় না। এসব কথা বলেই ওঁদের মন ভিজিয়ে সেই দফতরের দু'জন বদলি করে দিয়েছেন উনি (মুখ্যমন্ত্রী)।'
5/6এমনিতে বকেয়া মহার্ঘ ভাতা এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। শহিদ মিনারে ধরনা চলছে। অনশন চালিয়েছেন একাধিক সরকারি কর্মচারী। আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। দিল্লিতে গিয়েও দু'দিনের অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
6/6পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীর প্রাপ্ত ডিএয়ের হার কত? আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা পান পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে ডিএ পান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)