বিজ্ঞপ্তি জারি করে উচ্চ শিক্ষা দফতরের তরফে ডিএ ধর্... more
বিজ্ঞপ্তি জারি করে উচ্চ শিক্ষা দফতরের তরফে ডিএ ধর্মঘটীদের এক দিনের বেতন কাটার কথা বলা হয়েছে। আর সরকারে এই পদক্ষেপকে কার্যত সমর্থন করল তৃণমূলপন্থী সরাকরি সংগঠন। এই নিয়ে তাঁদের বক্তব্য, সরকার আগেই বলেছিল। আর সেই মতোই এটা হয়েছে। এদিকে এই নিয়ে আন্দোলনকারীদের বক্তব্য, এর জেরে আন্দোলন থামবে না।
1/5বেতন কাটা প্রসঙ্গে তৃণমূলপন্থী সরকারি কর্মী সংগঠনের তরফে মনোজ চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেছেন, 'অতীতে বাম জমানায় সরকারের মদতে বহু ধর্মঘট হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে আসার পর সরকারি দফতরে কর্ম সংস্কৃতি ফেরানোর একটি প্রয়াস শুরু হয়েছিল। ১০ তারিখে যে ধর্মঘট হল, তাতে নবান্ন থেকে শুরু করে সরকারি দফতরগুলি উপস্থিতি প্রায় স্বাভাবিক ছিল। কেউ যদি সরকারি আদেশনামাকে উপেক্ষা করে ধর্মঘটে সামিল হয়, তাহলে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেছিল এবং তা নেওয়া হয়েছে।' (Utpal Sarkar)
2/5এদিকে এই নিয়ে ডিএ আন্দোলনে অংশ নেওয়া সরকারি কর্মীদের বক্তব্য, আন্দোলনে যোগ দেওয়া সরকারি কর্মচারীদের বেতন এর আগেও কাটা হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই আন্দোলন অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদী হয়েছে। সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে সবাই। সরকারী কর্মচারীরা সব জেনেই এতে অংশগ্রহণ করেছেন। কিন্তু তাঁরা এই ঐতিহাসিক আন্দোলনের থেকে পিছু হটবেন না। সরকারের এই সব পদক্ষেপে কর্মচারীরা আরও উজ্জীবিত হচ্ছেন। (Utpal Sarkar)
3/5এদিকে কলকাতা জেলা শিক্ষা দফতর পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, ডিএ ধর্মঘটে অংশ নিয়ে গত ১০ মার্চ স্কুলে অনুপস্থিত থাকার কারণে ৭৬৬ জনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তবে এই সংখ্যা নিয়ে আপত্তি রয়েছে আন্দোলনরত সরকারি স্কুলের শিক্ষকদের। তাঁদের দাবি, এই পরিসংখ্যান ভুল। তথ্য লুকোচ্ছে সরকার। যদিও এই নিয়ে শিক্ষা দফতরের এক কর্তার দাবি, কলকাতায় বেশির ভাগ শিক্ষকই ওই দিন স্কুলে উপস্থিত ছিলেন। তাঁ সংখ্যা এত কম। তবে একথা মানতে নারাজ ডিএ আন্দোলনকারীরা। এই আবহে তাঁরা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। (Utpal Sarkar)
4/5যৌথ সংগ্রামী মঞ্চের তরফে এই নিয়ে বলা হয়েছে, 'রাজ্য জুড়ে প্রায় ১ লাখ শিক্ষককে শোকজ করা হয়েছে পর্ষদের তরফে। তবে শোকজ নোটিশ শিক্ষকদের হাতে পৌঁছনোর পর উৎসব শুরু হয়েছে। আমরা উৎসবের আমেজে এই শোকজের জবাব দিচ্ছি। যাঁরা অবসরপ্রাপ্ত, দীর্ঘদিন ছুটিতে রয়েছেন, তাঁদেরও শোকজ ধরানো হয়েছে। তাই এই শোকজ ইস্যুতে সংগ্রামী যৌথ মঞ্চের আইনি সেলের পক্ষ থেকে একটি বয়ান তৈরি করেছি। এই বয়ানের সাপেক্ষে আমরা জবাব দিচ্ছি। আর এই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা আদালতে যাব।' (Utpal Sarkar)
5/5প্রসঙ্গত, বিজ্ঞপ্তি জারি করে আগেই সরকারি কর্মীদের ডিএ ধর্মঘটে অংশ নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল সরকার। তা সত্ত্বেও ডিএ ধর্মঘটে অংশ নিয়েছেন অনেক সরকারি কর্মচারী। এবার একে একে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে রাজ্য সরকার। এই আবহে নির্দেশিকা জারি করে সরকার জানিয়েছে, ধর্মঘটীদের এক দিনের বেতন কাটা যাবে। কর্মজীবনে দাগ পড়বে। (Utpal Sarkar)